
SEBI Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।
SEBI Vacancy
বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । কর্মী নিয়োগ করা হবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া লিগ্যাল শাখায় । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য।
পদের নাম –
এই পদটির নাম হল অফিসার গ্রেড-এ (Grade ‘A’ officers – Legal Stream ) ।
শূন্যপদ –
এই পদের মোট শূন্যপদ ২৫ টি ।
শিক্ষাগত যোগ্যতা-
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে (আইন)। এছাড়া অ্যাডভোকেট হিসাবে পোষ্ট কোয়ালিফিকেশন এর ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় ।
বয়সসীমা –
এই পদের জন্য আবেদন করতে ৩১/০৫/২০২৩ তারিখের হিসাবে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে । আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ০১/০৬/১৯৯৩ তারিখ অনুসারে । এছাড়া তপশিলী ও ও.বি.সি প্রার্থীরা বয়সের ছাড় পাবে ।
বেতন –
এই পদের মাসি বেতন ৪৪,৫০০ টাকা থেকে ৮৯,১৫০ টাকা ।
আরও পড়ুন –এইমসে প্রচুর কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি –
প্রার্থী বাছাই করা হবে দুটি ফেজে । প্রথম এবং দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে । যেসব প্রার্থীরা পরীক্ষায় পাশ করলে তাদের ইন্টারভিউ নেওয়া হবে । কোথায় , কবে ,কত নাম্বারে পরীক্ষা হবে তা নিচে বিশ্লেষণ করে দেওয়া হল ।
প্রথম ফেজ –
পরীক্ষার তারিখ | ০৫/০৮/২০২৩ |
পরীক্ষার স্থান | কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, আগরতলা, গ্যাংটক । |
নাম্বার | ২০০ নাম্বারের দুটি পেপার থাকবে । |
সময় | প্রথম পেপারে পরীক্ষার সময় ৬০ মিনিট, দ্বিতীয় পেপারে পরীক্ষার সময় ৪০ মিনিট। |
পাশ নাম্বার | প্রথম পেপারে ৩০% দ্বিতীয় পেপারে ৪০% |
দ্বিতীয় ফেজ –
পরীক্ষার তারিখ | ০৫/০৯/২০২৩ |
পরীক্ষার স্থান | কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, আগরতলা, গ্যাংটক । |
নাম্বার | ২০০ নাম্বারের দুটি পেপার থাকবে । |
সময় | প্রথম পেপারে পরীক্ষার সময় ৬০ মিনিট, দ্বিতীয় পেপারে পরীক্ষার সময় ১২০ মিনিট। |
পাশ নাম্বার | প্রথম পেপারে ৩০% দ্বিতীয় পেপারে ৪০% |
আবেদন পদ্ধতি –
ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ।
১) আবেদনের করার জন্য প্রথমে সস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।
২) আবেদন করার জন্য একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে ।
৩) যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে ।
৪) তারপর পাসপোর্ট সাইজের ছবি , সিগনেচার ও হাতের বুড়ো আঙ্গুলের ছাপ স্ক্যান করে আপলোড করতে হবে ।
৫)এছাড়া নিচে দেওয়া প্যারাগ্রাফটি নিচের হাতে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে ।
“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”
৬) পরীক্ষার ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে ।
৭) ফি জমা করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে
আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
আবেদন ফি –
এই পদের জন্য প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা জমা করতে হবে । তপসিলী ও প্রতিবন্ধী হলে ১০০ টাকা ফি জমা করতে হবে । ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে ।
আরও পড়ুন – জেলা আদালতে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ –
এই পদে আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৩ । ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
অনলাইন আবেদন | Apply Now |
আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
আমাদের Telegram গ্রুপ | Join Now |
- IISER Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে কর্মী নিয়োগSpread the loveIISER Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now IISER Recruitment 2023 সমস্ত … Read more
- Facebook News update : ফেসবুক আর ফ্রি নয়! এবার গুনতে হবে গ্যাঁটের টাকা!Spread the loveFacebook News update : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ফেসবুক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Facebook News … Read more
- Model School Vacancy : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগSpread the loveModel School Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Model School Vacancy এই … Read more
- Executive Trainee : দামোদর ভ্যালি কর্পোরেশনে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগSpread the loveExecutive Trainee : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Executive Trainee সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগSpread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more