Shut Down School Due to Heatwave in WB : সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহ চলছে। তা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
রবিবার একটি বেসরকারি মিডিয়াকে (এবিপিঁ আনন্দ) দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষে স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি – সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হচ্ছেই, বেসরকারি স্কুলগুলিও যাতে ছুটি ঘোষণা করে, তার জন্য অনুরোধ করছেন তিনি। বেসরকারি স্কুলগুলি যে হেতু স্বশাসিত, তাই মুখ্যমন্ত্রীর এই অনুরোধ। তবে আবহাওয়ার যা গতি, তাতে বেসরকারি স্কুলগুলিও মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিতে পারে। তবে রবিবার বেসরকারি স্কুলের অনেক পড়ুয়ার অভিভাবকই নিশ্চিত নন, সোমবার কী হবে। তাঁরা মনে করছেন, সোমবার স্কুলে পাঠানোর পরই বোঝা যাবে স্কুলগুলি কোন পথে হাঁটতে চলেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কিছু দিন তাপের দাপট সামান্য কমলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং গরম আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই রকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রয়োজনীয় বলেই মনে করছেন অনেক অভিভাবক। তবে এই ছুটি শুধু সামনের সপ্তাহ, না কি তার পরেও প্রলম্বিত হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মনে করা হচ্ছে আবহাওয়ার মতিগতি দেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন মুখ্যমন্ত্রী।
সূত্র : আনন্দ বাজার পত্রিকা