DMCA.com Protection Status

Join Whatsapp Group

Supervisor Work : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশে সুপারভাইজার নিয়োগ

Spread the love
Supervisor Work
Supervisor Work

Supervisor Work : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
West Bengal Police Apply

Supervisor Work

ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের তরফে (West Bengal Minoritie’s Development and Finance Corporation) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । সংখ্যালঘু সম্প্রদায় প্রার্থীরা (Buddhist,Christian, Jains, Muslim, Parsee & Sikh)  এই পদের জন্য আবেদন করতে পারবেন । প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট মহকুমার বাসিন্দা হতে হবে ।  চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার – 4055/1-MDC/Reco/Eng/ES-15

পদের নাম –

সুপারভাইজার  (Education supervisor) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । কম্পিউটারে নুন্যতম ‘O’ লেভেলে জ্ঞান থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে । প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর এবং সর্বউচ্চ বয়স হতে হবে ৪০ বছর ।

নিয়োগ পদ্ধতি –

এই পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে । ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ।

ইন্টারভিউ সংক্রান্ত তথ্য –

প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন ।

১. ইন্টারভিউয়ের জন্য ইচ্ছুক প্রার্থীকে প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে । আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল ।

২. আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও বায়োডাটা নিয়ে যেতে হবে । কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটি নিচে দেওয়া হল ।

৪. ইন্টারভিউয়ের স্থান, তারিখ এবং সময় নিচে দেওয়া হল ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

কোন কোন ডকুমেন্ট লাগবে ?

নিম্নলিখিত ডকুমেন্ট গুলি আসল নিজের সাথে নিয়ে যেতে হবে । যথা –

১. বায়োডাটা

২. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র

৩. বয়সের প্রমানপত্র

৪. পরিচয়পত্র

৫. ১ কপি পাসপোর্ট সাইজ ফটো

ইন্টারভিউয়ের তারিখ –

ইন্টারভিউয়ের তারিখ ও সময় নিচে ছকের সাহায্যে দেখানো হল ।

রাইগঞ্জ, মালদা এবং বারাসাত০৪/১০/২০২৩ তারিখ বেলা ১১ টা থেকে ।
লালবাগ, কাটোয়া এবং আলিপুরদুয়ার০৫/১০/২০২৩ তারিখ বেলা ১১ টা থেকে ।

ইন্টারভিউয়ের ঠিকানা –

office of the West Bengal Minorities

Development & Finance Corporation,

AMBER DD-27/E Sector- 1,

Salt Lake,

Kolkata-700064

গুরুত্বপূর্ণ লিংক         

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদনের নমুনাপত্র       Download Now
(বিজ্ঞপ্তির ৩ – ৪ নং পেজ)
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now