DMCA.com Protection Status

Join Whatsapp Group

TIFR Recruitment 2023 : টাটা ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

Spread the love
TIFR Recruitment 2023
TIFR Recruitment 2023

TIFR Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

TIFR Recruitment 2023

বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারের (TIFR Center for Applicable Mathematics) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য।

পদের নাম –

এই পদটির নাম হল ক্লার্ক (Clerk Trainee) ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে । এছারা কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জপন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স হতে হবে ২৮ বছর । প্রার্থীর বয়স ধরা হবে ১ লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ।

আরও পড়ুন –  হোমি ভাবা সেন্টারে ক্লার্ক নিয়োগ

বেতন –

এই পদে প্রার্থীদের এক বছরের জন্য মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা ।

পদের নাম –

এই পদটির নাম হল লাইব্রেরী (Library Trainee) ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন (Science Preferable) পাশ করতে হবে । এছাড়া B. Lib পাশ করতে হবে  যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে । আরও বিস্তারিত তথ্যের জপন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স হতে হবে ২৮ বছর । প্রার্থীর বয়স ধরা হবে ১ লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ।

বেতন –

এই পদে প্রার্থীদের এক বছরের জন্য মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা ।

আরও পড়ুন – বেঙ্গল কেমিক্যালস কলকাতাতে কর্মী নিয়োগ

পদের নাম –

এই পদটির নাম হল ইঞ্জিনিয়ার ( Engineer Trainee ) ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে B.Tech / BE করতে হবে ।  আরও বিস্তারিত তথ্যের জপন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স হতে হবে ২৮ বছর । প্রার্থীর বয়স ধরা হবে ১ লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ।

বেতন –

এই পদে প্রার্থীদের এক বছরের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৩৫,০০০ টাকা ।

পদের নাম –

এই পদটির নাম হল টেম্পোরারি অ্যাসিস্টেন্ড (Temporary Scientific Assistant B)  ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট (Library/Information Science) করতে হবে । এছারা কম্পিউটারে চালানোর জ্ঞান থাকতে হবে । ল্যাবটারি কাজে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জপন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আরও পড়ুন – দূরদর্শনে কাজের সুযোগ

বয়সসীমা –

এই পদের জন্য আবেদন করার সর্বউচ্চ বয়স হতে হবে ২৮ বছর । প্রার্থীর বয়স ধরা হবে ১ লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ।

বেতন –

এই পদে প্রার্থীদের এক বছরের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৫৫,৬০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি –

এই পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে আবেদনের ভিত্তিতে  স্ক্রিনিং কমিটি প্রথমে প্রার্থীদের আবেদনপত্র বাছাই করে শর্টলিস্ট করবে । তারপর লিখিত পরীক্ষা / স্কিল টেস্ট নেওয়া হবে ।   

আবেদন পদ্ধতি – 

এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।

১) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে ।  

২)আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করে দিতে হবে ।

৩) আবেদন সম্পূর্ণ হলে সেটি প্রিন্টআউট করে নিন ।

আরও পড়ুন – সরকারি ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ

৪) এরপর সেই প্রিন্টআউট ফর্মে সই করুন ।

৫) এবার প্রিন্টআউট করা আবেদন পত্র ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স মুখ বন্ধ খামে ভরতে হবে । কি কি ডকুমেন্ট লাগবে সেটি নিচে দেওয়া হল ।

৬) খামের উপর বড় হরপে লিখতে হবে  “Application for the post of —————————————————————————– ” ।

৭) তারপর সেটিকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানার পাঠিয়ে দেন । নিচে ঠিকানা ও আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল নোটিফিকেশন দেখুন ।

আবেদনের ডকুমেন্ট –

নিম্নলিখিত ডকুমেন্ট গুলি সপ্রত্যয়িত জেরক্স আবেদন পত্রের সাথে যুক্ত করুন , যথা –

১) বয়সের প্রমানপত্র

২) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র

৩) অভিজ্ঞতার সার্টিফিকেট

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আবেদনের শেষ তারিখ – 

এই পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৩ তারিখ । আর আবেদন পত্রটি পাঠাতে হবে ১৫ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ।  

ঠিকানা –

Tata Institute of Fundamental Research

Centre For Applicable Mathematics

আরও পড়ুন – একলব্য মডেল স্কুলে  কর্মী নিয়োগ

Post Bag No 6503,

GKVK Post Office

Sharada Nagar,

Chikkabommsandra

Bangalore 560065Karnataka, India

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
অনলাইন আবেদন Apply Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • RD Scheme in Post Office : পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে ৫ বছরেই পান ৮০ হাজার টাকা রিটার্ন
    Spread the loveRD Scheme in Post Office : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Popcorn Business Plan : স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করুন, মাসে ইনকাম হবে ৩০ হাজার টাকা
    Spread the lovePopcorn Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • PhonePe Earning Tricks : ঘরে বসেই ফোনপে থেকে আয় করুন প্রচুর টাকা! জানুন কীভাবে?
    Spread the lovePhonePe Earning Tricks : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প ইত্যাদি আরও নানান তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য একটি ইনকাম সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের …

    Continue reading

  • Lemon Grass Cultivation : অবাক হলেও সত্যি! ঘাসের চাষ করে প্রতি মাসে আয় করুন হাজার হাজার টাকা
    Spread the loveLemon Grass Cultivation : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Gujarat High Court Recruitment : এই হাইকোর্টে স্টেনো পদে কর্মী নিয়োগ
    Spread the loveGujarat High Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading