DMCA.com Protection Status

Join Whatsapp Group

WB  Primary TET 2022 Answer Key Published : অবশেষে প্রাইমারি টেট ২০২২ আনসার কি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

Spread the love
WB  Primary TET 2022 Answer Key  Published
WB  Primary TET 2022 Answer Key  Published

WB  Primary TET 2022 Answer Key Published : অবশেষে প্রাইমারি টেট ২০২২ আনসার কি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করা হল প্রাইমারি টেট আনসার কি । গত ১১ ই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে নেওয়া হয় প্রাইমারি টেট পরীক্ষা । এবার সেই পরীক্ষার আনসার কি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই পরীক্ষার আনসার কি ।

Join Our Primary TET Whatsapp Group – Click Here

পর্ষদের তরফে জানানো হয়েছে আনসার কি প্রকাশ করার পর প্রার্থীরা সেই আনাসার কি নিয়ে অভিযোগ জানানোর সময় পাবেন । সেইসকল অভিযোগের নিরসন করে পরবর্তীতে আবারো ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে ।

পর্ষদের তরফ থেকে নোটিস জারি করে অফিসিয়াল আনসার কি প্রকাশ করা হয়েছে ।তবে এটি ফাইনাল আনসার কি নয় । পর্ষদের তরফে জানানো হয়েছে যদি কারো এই আনসার কি সম্বন্ধে সন্দেহ থাকে ১৩/০১/২০২৩ থেকে ১৭/০১/২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন । 

আরও পড়ুনঃWB Primary TET Online Coaching 2023 : প্রাইমারী টেট অনলাইন কোচিং ২০২৩ , এক্ষুনি ভর্তি হয়ে যান ।

প্রতি প্রশ্ন পিছু ৫০০ টাকা করে জমা দিতে হবে । এরপর পর্ষদের দ্বারা তৈরি নির্দিষ্ট কমিটি সেই প্রশ্নগুলিকে পুনরায় যাচাই করবেন । এবং তারপর ফাইনলা আনসার কি প্রকাশ করা হবে । এবং সেই ফাইনাল আনসার কি অনুসারেই ফলাফল প্রকাশ করা হবে ।

পর্ষদের তরফে এও জানানো হয়েছে যদি পর্ষদের তরফে যাচাইয়ের পর দেখা যায় কোনও ক্যান্ডিডেট সঠিক আবেদন করেছিল । অর্থাৎ পর্ষদের দেওয়া প্রশ্নের উত্তর সত্যিই ভুল ছিল সেক্ষেত্রে সেই প্রার্থীকে ৫০০ টাকা ফেরত দেওয়া হবে । অনলাইনের মাধ্যমেই সেই টাকা ফেরত পেয়ে যাবেন । 

Join Our Primary TET Whatsapp Group – Click Here

পর্ষদ চেষ্টা করেছিল ডিসেম্বর মাসের মধ্যেই ১১ ই ডিসেম্বরের ফল প্রকাশ করার । কিন্তু বর্তমানে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে হয়তো আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফল বের হবে । অবশেষে ১০ জানুয়ারি সেই ফল প্রকাশিত হল ।

নিচে আপনাদের জন্য পর্ষদের দেওয়া বর্তমান আনসার কি দেওয়া হল । এর মাধ্যমে প্রার্থীরা দেখে নিতে পারবেন , তাঁর ওএমআর শিট মিলিয়ে নিতে পারবেন তিনি কত মার্কস পেতে পারেন । এপ্রসঙ্গে বলে রাখা ভালো সাধারন ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬০% নম্বর পেলে পাশ বলে বিবেচিত হবেন । অন্যদিকে এস সি , এস টি , ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫% ছাড় রয়েছে । অর্থাৎ ৫৫% নম্বর পেলে পাশ বলে গন্য হবেন ।

ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে নিচের বইটি কিনে ফেলুন । নিচে BUY NOW বোতামে ক্লিক করে সরাসরি Amazon থেকে কিনে নিন –

নিচে ছকের সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল –

প্রাইমারি টেটআয়োজিত ১১ ই ডিসেম্বর
মোট নম্বর১৫০
পাশ জেনারেল (শতাংশ)৬০%
পাশ সংরক্ষিত ( শতাংশ )৫৫%
পাশ নম্বর জেনারেল৯০
পাশ নম্বর সংরক্ষিত ( এসসি , এসটি , ওবিসি ও অন্যান্য)৮২ ( কলকাতা হাইকোর্টের নতুন অর্ডার অনুসারে )

প্রাইমারি টেট ২০২২ আনসার কি ( অফিসিয়াল )-

 নিচের লিংকে ক্লিক করে প্রাইমারি টেট আনসার কি ডাউনলোড করে নিন –

CLICK HERE TO DOWNLOAD – Primary TET 2022 Answer key ( Official)

Join Our Primary TET Whatsapp Group – Click Here