
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পুনরায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে ।পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ টেট আগামী ১১ ই ডিসেম্বর নেওয়া হবে।
প্রাইমারি টেট বাংলা MOCK TEST
ইতিমধ্যে টেটে বসার জন্য অনলাইনে আবেদনও শুরু হয়েছে । কিন্তু এতদিন পর্ষদের তরফ থেকে নতুন করে সিলেবাস না দেওয়ায় পরীক্ষার্থীরা একটু ধন্দে ছিলেন । কিন্তু অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাইমারি টেট সিলেবাস ২০২২ ( WB PRIMARY TET SYLLABUS 2022 ) ঘোষণা করা হয়েছে ।
প্রাইমারি টেট CDP MOCK TEST
কিন্তু বৃহত্তর অংশের ছাত্র ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আমরা প্রাইমারি টেট সিলেবাস ২০২২ এর বাংলা তর্জমা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে আপনাদের শেয়ার করা হল ।
প্রাইমারী টেট EVS MOCK TEST
বি.দ্র – সিলেবাসটি Karmasathe এর তরফ থেকে বানানো হয়নি । শুধুমাত্র সংগ্রহ করে শেয়ার করা হয়েছে। যিনি সিলেবাসটির বাংলা তর্জমা করেছেন ওনাকে কর্মসাথীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ।
নিচের লিংকে ক্লিক করে সিলেবাসটি Download করে নিন …