DMCA.com Protection Status

Join Whatsapp Group

রাজ‍্য সরকারে অডিট ও অ্যাকাউন্টস অফিসার || বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকা

Spread the love
audit and accounts officer salary
audit and accounts officer salary

রাজ‍্য সরকারে অডিট ও অ্যাকাউন্টস অফিসার || বেতন ১ লক্ষ ৪৪ হাজার টাকা

audit and accounts officer salary : পশ্চিমবঙ্গ সরকারের ‘ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস’এ কাজের জন্য ৫০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। 

যোগ্যতা :― কমার্স শাখায় গ্ৰাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্ট‍্যান্সি কোর্স পাশরাও যোগ্য। এম.বি.এ/ পি.জি.ডি.এম (ফিনান্স) কোর্স পাশরাও যোগ্য। এ.আই.সি.টি.ই’র অনুমোদিত সংস্থা থেকে ফিনান্সের ২ বছরের পোস্ট গ্ৰ‍্যাজুয়েট ডিগ্ৰি কোর্সে পাশ হলেও যোগ্য। কম্পিউটারের কাজ জানা থাকলে ভালো হয়।


বয়স :― বয়স হতে হবে ১-১-২০২০-র হিসাবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম তারিখ হতে হবে ২-১-১৯৮৪ বা তারপর। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধীরা ৯ বছর বয়সে ছাড় পাবেন।


শূন্য পদ :―  ৫০ টি (জেনাঃ ২৫, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ও.বি.সি -এ ক‍্যাটাগরিতে ৫, ও.বি.সি-বি ক‍্যাটাগরিতে ৪, অস্থি প্রতিবন্ধী ২)।


মূল মাইনে :― ৫৬,১০০―১,৪৪,৩০০ টাকা।


প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন’।  ‘২০২০ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস’ পরীক্ষার মাধ্যমে। প্রথমে মে মাসে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে কলকাতা ও শিলিগুড়িতে।লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ‘জেনারেল স্টাডিজ’ এর ২০০ নম্বরের একটি প্রশ্নপত্র। নেগেটিভ মার্কিং আছে।


সময় :― আড়াই ঘন্টা।


এই পরীক্ষায় থাকবে ২ টি গ্ৰুপ।

 প্রথম গ্ৰুপে থাকবে :― (১) ইংরাজি কম্পোজিশন–৫০ নম্বর,(২) জেনারেল নলেজ, জাতীয় ও আন্তর্জাতীক গুরুত্ব, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভূগোল ও রিজনিং–৪০ নম্বর,(৩) ভারতীয় সংবিধান (নীতি আয়োগ,প্ল‍্যানিং কমিশন, ফিনান্স কমিশন, ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট)–৩৫ নম্বর।


দ্বিতীয় গ্ৰুপে থাকবে :―(১) বিজনেস ম‍্যাথামেটিক্স অ্যান্ড স্ট‍্যাটিস্টিক্স–৩৫ নম্বর,(২) অ্যাকাউন্টিং অ্যান্ড কস্টিং–৪০ নম্বর।


সফল হলে কলকাতায় ‘মেন’ পরীক্ষা হবে। ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন থাকবে ৮০০ নম্বরের মেন পরীক্ষায় এর মধ্যে ৫০০ নম্বরের ৫টি আবশ‍্যিক বিষয় থাকবে।বিষয় :― (১) ইংরাজি প্রবন্ধ, প্রেসি লেখা ও কম্পোজিশন,(২) বাংলা প্রবন্ধ, প্রেসি লেখা ও কম্পোজিশন,(৩) জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স,(৪) বাণিজ‍্যিক অঙ্ক ও স্ট‍্যাটিস্টিক্স,(৫) অডিটিং।


এছাড়াও ঐচ্ছিক বিষয়ে থাকবে ৩০০ নম্বর। ৩ টি গ্ৰুপের প্রতিটি থেকে একটি করে পেপার নিতে হবে। ‘এ’ গ্ৰুপে থাকবে এই সব বিষয় :― (১) ম‍্যাক্রো ইকনমিক্স অ্যান্ড পাব্লিক ফিনান্স,(২) ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম,(৩) ইকনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকনমিক প্রবলেম।


‘বি’ গ্ৰুপে থাকবে এই সব বিষয় :―(১) বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক,(২) কস্ট অ্যান্ড ম‍্যানেজমেন্ট অ্যাকাউন্টিং,(৩) অ্যাডভান্সড অ্যাকাউন্ট‍্যান্সি।


‘সি’ গ্ৰুপে থাকবে এই বিষয় :―(১) বিজনেস ম‍্যানেজমেন্ট,(২) ডিরেক্ট অ্যান্ড ইনডায়রেক্ট ট‍্যাক্সেশন,(৩) ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস।


প্রতিটি পেপারে থাকবে ১০০ নম্বর। সময় থাকবে ৩ ঘন্টা। সফল হলে ২০০ নম্বরের পার্সোন‍্যালিটি টেস্ট। বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটেwww.pscwb.org.in -এ।


দরখাস্ত করবেন :― দরখাস্ত করবেন শুধু অনলাইনে, ৩০ ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে :― www.pscwbapplication.in /www.pscwbonline.gov.in  এজন্য বৈধ একটি ই-মেল  আই.ডি থাকতে হবে। এছাড়াও পার্শপোট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম‍্যাটে ২০ থেকে ৫০ কে.বি-র মধ্যে স্ক‍্যান করে নেবেন।

প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ২১০(তপশিলী ও প্রতিবন্ধী ফী লাগবে না) ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব‍্যাঙ্কিংয়ে জমা দিতে হবে ৩০ ডিসম্বরের মধ্যে।অফলাইনে টাকা দিতে পারবেন ইউনাইটেড ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানে, ৩১ ডিসেম্বরের মধ্যে। চালান ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

অফলাইনে প্রেমেন্ট অসুবিধা হলে ফোন করুন এই নম্বরে :― ০৩৩–৪০০৩৫১০৪ এছাড়াও অন‍্য কোনো অসুবিধা হলে ফোন করুন এই নম্বরে :― ০৩৩–২৪১৯৮১৮৫।

শিক্ষা ও কর্ম সংক্রান্ত সকল খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !

  • Andrew Yule Career : কেন্দ্র সরকারের অধীনস্থ কোম্পানিতে কর্মী নিয়োগ
    Spread the loveAndrew Yule Career : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Reliance Career 2024 : রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে কাজের সুযোগ
    Spread the loveReliance Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • NIRT Job 2024 : জাতীয় যক্ষ্মা গবেষণা ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveNIRT Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • India Post Vacancy 2024 : ভারতীয় ডাকবিভাগে ড্রাইভার নিয়োগ
    Spread the loveIndia Post Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IIT Indore Recruitment 2024 : আইআইটিতে কর্মী নিয়োগ
    Spread the loveIIT Indore Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading