DMCA.com Protection Status

Join Whatsapp Group

কৃষি দফতরে ২২২ লেকচারার নিচ্ছে

Spread the love
lecturer-in-agricultre-department-of-india
lecturer-in-agricultre-department-of-india

কৃষি দফতরে ২২২ লেকচারার নিচ্ছে

lecturer-in-agricultre-department-of-india : রাজ‍্য কৃষি বিশ্ববিদ্যালয় ও অন‍্যান‍্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘লেকচারার/অ্যাসিস্ট‍্যান্ট প্রফেসর’ হওয়ার জন্য ‘ন‍্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ‘NET-2021’, ‘অ্যাগ্ৰিকালচারাল রিসার্চ সার্ভিস(ARS-2021)’ ও ‘সিনিয়র টেকনিক্যাল অফিসার (STO-2021) ‘পরীক্ষার মাধ্যমে ২২২ জন ছেলেমেয়ে নিচ্ছে।
নেওয়া হবে এইসব শাখায় : অ্যাগ্ৰিকালচারাল বায়োটেকনোলজি, অ্যাগ্ৰিকালচারাল এন্টোমোলজি, অ্যাগ্ৰিকালচারাল মাইক্রোবায়োলজি, ইকনমিক বটানি অ্যান্ড প্ল‍্যান্ট জেনেটিক রিসোর্স, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, নেমাটোলজি, প্ল‍্যান্ট বায়ো-কেমিস্ট্রি, প্ল‍্যান্ট প‍্যাথলজি, প্ল‍্যান্ট ফিজিওলজি, সীড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফ্লোরিকালচার অ্যান্ড ল‍্যান্ডস্কেপিং, ফ্রুট সায়েন্স, স্পাইসেস, প্ল‍্যান্টেশন অ্যান্ড মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল‍্যান্টস, ভেজিটেবিল সায়েন্স, অ্যানিম‍্যাল বায়ো কেমিস্ট্রি, অ্যানিম‍্যাল বায়োটেকনোলজি, অ্যানিম‍্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, অ্যানিম‍্যাল নিউট্রিশন, অ্যানিম‍্যাল ফিজিওলজি, অ্যানিম‍্যাল রিপ্রোডাকশন অ্যান্ড গাইনোকলজি, ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি, ডেয়ারি টেকনোলজি, লাইভস্টক প্রোডাক্ট টেকনোলজি, লাইভস্টক প্রোডাকশন ম‍্যানেজমেন্ট, পোল্ট্রি সায়েন্স, ভেটেরিনারি মেডিসিন, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি, ভেটেরিনারি প‍্যারাসিটোলজি, ভেটেরিনারি প‍্যাথলজি, ভেটেরিনারি ফার্মাকোলজি, ভেটেরিনারি পাবলিক হেলথ, ভেটেরিনারি সার্জারি, অ্যাকোয়াকালচার, ফিশারিজ রিসোর্স ম‍্যানেজমেন্ট, ফিশ প্রসেস টেকনোলজি, ফিশ নিউট্রিশন, ফিশ হেলথ, ফিশ জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, অ্যাগ্ৰিকালচারাল কেমিক্যাল, অ্যাগ্ৰিকালচারাল মেটেরোলজি, অ্যাগ্ৰোফরেস্ট্রি, অ্যাগ্ৰোনমি, এনভায়রণমেন্টাল সায়েন্স, সয়েল সায়েন্স, অ্যাগ্ৰিকালচারাল বিজনেস ম‍্যানেজমেন্ট, অ্যাগ্ৰিকালচারাল ইকনমিক্স, অ্যাগ্ৰিকালচারাল এক্সটেনশন, অ্যাগ্ৰিকালচারাল স্ট‍্যাটেটিক্স, হোম সায়েন্স, ফার্ম, মেশিনারি অ্যান্ড পাওয়ার, অ্যাগ্ৰিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, ল‍্যান্ড অ্যান্ড ওয়াটার ম‍্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড আই.টি, বায়ো-ইনফর্মেটিক্স, ভেটেরিনারি অ্যানাটমি, ফুড টেকনোলজি।
অ্যাগ্ৰিকালচার, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বটানি, প্ল্যান্টসায়েন্স, লাইফ সায়েন্স, এন্টোমোলজি, জুলজি, সেরিকালচার, এপিকালচার, প্ল‍্যান্ট প্রোডাকশন, হর্টিকালচার, অ্যাগ্ৰিকালচারাল বটানি, নেমাটোলজি, প্ল‍্যান্ট প্রোডাকশন, হর্টিকালচার, অ্যাগ্ৰিকালচারাল বটানি, নেমাটোলজি, প্ল‍্যান্ট প‍্যাথলজি, প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, অ্যাগ্ৰিকালচারাল বায়োকেমিস্ট্রি, প্ল‍্যান্ট ফিজিওলজি, সীড সায়েন্স, সীড টেকনোলজি, ফ্লোরিকালচার, পোমোলজি, অলিরিকালচার, ভেজিটেবিল সায়েন্স, ভেটেরিনারি, অ্যানিম‍্যাল সায়েন্স, ডেয়ারি, ফিশারি সায়েন্স, ডেয়ারি মাইক্রোবায়োলজি, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, পোল্ট্রি সায়েন্স, ভিরোলজি, মাইকোলজি, ইমিউনোলজি, ভেটেরিনারি সার্জারি, অ্যাকোয়াকালচার, স্ট‍্যাটিস্টিক্স, অ্যাগ্ৰিকালচারাল স্টাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফর্মেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন, ফিশ নিউট্রিশন অ্যান্ড ফিশ সাইকোলোজি, ফিশ নিউট্রিশন, ফিশারি সায়েন্স, মেরিন বায়োলজি ইত‍্যাদি বিষয়ের মাস্টার ডিগ্ৰি কোর্স পাশরা সংশ্লিষ্ট শাখার জন্য আবেদন করতে পারেন। এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও যোগ্য। কোন শাখার জন্য কী কী বিষয়ের মাস্টার ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য তা বিস্তারিত ভাবে ওয়েবসাইটে পাবেন।
‘ARS-2021’ পদের বেলায় বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। ‘STO-2021’ পদের বেলায় বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। ‘NET-2021’ পদের বেলায় বয়স হতে হবে নুন‍্যতম ২১ বছর। সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ১-১-২০২১’র হিসাবে।
প্রার্থী বাছাই করবে অ্যাগ্ৰিকালচারাল রিসার্চ সার্ভিস পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে অ্যাগ্ৰিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড। NET-2021, ARS-2021, STO-2021’এর মাধ্যমে। প্রথমে কম্পিউটার বেসড প্রিলিমিনারি পরীক্ষা হবে ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। এইসব কেন্দ্রে : ব‍্যারাকপুর / কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি পটনায়।
এই পরীক্ষায় ১৫০ নম্বরের ১৫০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে। সময় থাকবে ২ ঘন্টা। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৫০% (ও.বি.সি হলে ৪৫%, তপশিলী, প্রতিবন্ধী হলে ৪০%) নম্বর পেলে সফল হবেন। নেগেটিভ মার্কিং আছে। এরপর ডেসক্রিপ্টিভ টাইপের মেন পরীক্ষা হবে ১৯ সেপ্টেম্বর। এই পরীক্ষায় ২৪০ নম্বরের ৩ ঘন্টার পরীক্ষা হবে। তারপর হবে ভাইবা ভোস টেস্ট।
দরখাস্ত করতে পারেন অনলাইনে, ২৫ এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইটে: www.asrb.org.in, www.icar.org.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.জি ফর্ম‍্যাটে স্ক‍্যান করে নেবেন। ফটোর ব‍্যাকগ্ৰাউন্ড সাদা হতে হবে। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ এ.আর.এস এর বেলায় ৫০০ টাকা, ‘নেট’ এর বেলায় ১,০০০ টাকা ও সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের বেলায় ৫০০ টাকা অনলাইনে দিতে হবে। ‘নেট’ এর বেলায় ই.ডব্লু.এস / ও.বি.সি দের বেলায় ৫০০, তপশিলী, প্রতিবন্ধী, মহিলা হলে ২৫০ টাকা দিতে হবে। টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব‍্যাঙ্কিংয়ে। এ.আর.এস ও এস.টি.ও পদের বেলায় তপশিলী, মহিলা ও প্রতিবন্ধীদের ফী লাগবে না।
অনলাইনে দরখাস্ত করার পর সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন ওই ওয়েবসাইট থেকে।

শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবরের সেরা ঠিকানা

  • Soybean Business Plan : মাত্র কিছু টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিমাসে ইনকাম হবে ৪০ হাজার
    Spread the loveSoybean Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । Soybean Business Plan চাকরির আশায় বসে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট না করে বাড়িতে …

    Continue reading

  • PSC Clerkship Practice Set PDF :  পিএসসি ক্লার্কশিপ প্রাকটিস সেট পিডিএফ
    Spread the lovePSC Clerkship Practice Set PDF : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক প্র্যাকটিস বুক। এই বইটি একটি পিডিএফ ফরম্যাটে উপলব্ধ, যা আপনাকে যেকোনো সময়, যেকোনো স্থানে অনুশীলন করার সুযোগ করে দেয়। আমাদের এই বইয়ের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: ১১০ টিরও বেশি প্র্যাকটিস সেট:  বিভিন্ন বিষয় এবং প্রশ্নের ধরণের উপর ভিত্তি করে …

    Continue reading

  • SIP Investment Plans : সেরা SIP তে কীভাবে বিনিয়োগ করলে পাবেন মোটা টাকা রিটার্ন
    Spread the loveSIP Investment Plans : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । SIP Investment Plans আমরা এই দেশের মানুষ বিনিয়োগ করতে ভালোবাসি । কিন্তু কোথায় বিনিয়োগ …

    Continue reading

  • PSC Clerkship Mock Test : পিএসসি ক্লার্কশিপের ১০০ টি মকটেস্ট একত্রে
    Spread the lovePSC Clerkship Mock Test : PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের এই সিরিজ । আশাকরি আপনাদের অনেক কাজে লাগবে । এখানে সাজেশনভিত্তিক প্রশ্নের সমাবেশ করা হয়েছে ।  আপনাদের জন্য মোট ১০০ টি সেট একত্রিত করে দেওয়া হল । নিচে সেট নাম্বার এবং সেই সেটের মকটেস্ট দেওয়ার জন্য “Click Here” বোতাম রয়েছে । এই …

    Continue reading

  • Paper Plate Business Idea : বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা
    Spread the lovePaper Plate Business Idea : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading