DMCA.com Protection Status

Join Whatsapp Group

সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫,৮১৮ জন লোক নিয়োগ

Spread the love
Recruitment in bank
Recruitment in bank

সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কে  ৫,৮১৮ জন লোক নিয়োগ

সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক ‘ক্ল‍্যারিক‍্যাল ক‍্যাডারে’ ৫,৮১৮ জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ‘ইনস্টিটিউট অফ ব‍্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই.বি.পি.এস)’ এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন (CRP Clerks –XI)’ পরীক্ষার মাধ্যমে।

প্রথমে ‘ইনস্টিটিউট অফ ব‍্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে ‘অনলাইন পরীক্ষা’ নেবে। পরীক্ষা হবে দু টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। ‘মেন’ পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। ‘মেন’ পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কে।

যে কোনো শাখার ডিগ্ৰি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন / ল‍্যাঙ্গোয়েজের সার্টিফিকেট / ডিপ্লোমা/ ডিগ্ৰি কোর্স পাশ হতে হবে।

স্কুল/কলেজ/ইনস্টিটিউট কম্পিউটার / ইনফর্মেশন টেকনোলজি একটি অন‍্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্ৰি / ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে। যে রাজ‍্যের শূন‍্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ‍্যের সরকারি (অফিসিয়াল) ভাষা পড়তে / লিখতে ও বলতে পারা দরকার। 

প্রাক্তন সমরকর্মীরা ওপরের ওই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য। তবে তাঁদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও অন্তত ১৫ বছর চাকরি করে থাকতে হবে।

বয়স – বয়স হতে হবে ১-৭-২০২১ এর হিসাবে ২০ ২৮ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-৭-১৯৯৩ থেকে ১-৭-২০০১ এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে ৯ বছর ও প্রাক্তন  সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

শূন‍্যপদ  – পশ্চিমবঙ্গ – ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া : ৩০ টি, কানাডা ব‍্যাঙ্কে : ১৫ টি, সেন্ট্রাল ব‍্যাঙ্কে : ১৬২ টি, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব‍্যাঙ্কে : ৮ টি, ইউকো ব‍্যাঙ্কে :  ৮০ টি, ইউনিয়ন ব‍্যাঙ্কে ইন্ডিয়ান : ৭১ টি,

 (B) ঝাড়খণ্ড – ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ায় : ৪৩ টি, কানাড়া ব‍্যাঙ্কে : ১ টি, সেন্ট্রল ব‍্যাঙ্কে : ১৪৪ টি, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব‍্যাঙ্কে : ৩ টি, ইউকো ব‍্যাঙ্কে : ৪৪ টি, ইউনিয়ন ব‍্যাঙ্ক ইন্ডিয়ান : ৩১ টি। ত্রিপুরা – সেন্ট্রাল ব‍্যাঙ্কে : ২ টি, ইউকো ব‍্যাঙ্কে : ৬ টি।

প্রার্থী বাছাই হবে অনলাইন(প্রিলিমিনারি ও মেন) পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ‘ইনস্টিটিউট অফ ব‍্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন’ । পরীক্ষা হবে অনলাইনে ২৮ ও ২৯ আগস্ট আর ৪ সেপ্টেম্বর। পরীক্ষা হবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে। 

অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এই সব বিষয়ে : (১) ইংলিশ ল‍্যাঙ্গোয়েজ ৩০ নম্বর। সম ২০ মিনিট।

(২) নিউমেরিক‍্যাল এবিলিটি – ৩৫ নম্বর। সময় ২০ মিনিট।

(৩) রিজনিং এবিলিটি – ৩৫ নম্বর। সময়  ২০ মিনিট। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। ওই তিনটি বিষয়ের প্রতিটিতে কাট-অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট-অফ নম্বর কত থাকবে তা আই.বি.পি.এস ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। কল লেটার ডাইনলোড করতে পারবেন নভেম্বরে।

এরপর অনলাইন মেন পরীক্ষা হবে ৩১ অক্টোবর।  এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ২০০ নম্বরের ১৯০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল / ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস – ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ৩৫ মিনিট।

(২) জেনারেল ইংলিশ – ৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন। সময় থাকবে ৩৫ মিনিট।

(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট – ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ৪৫ মিনিট।

(৪) রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট – ৬০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ৪৫ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে।

প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবেন।

দরখাস্ত করবেন অনলাইনে ১২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.ibps.in অনলাইনে দরখাস্ত করার আগে যেসব প্রমাণপত্র নিজের কাছে থাকতে হবে : (১) বৈধ ই-মেল আই.ডি। যাদের আই.ডি নেই তাঁরা নিজের নামে ই-মেল আই.ডি বানিয়ে নিয়ে তবেই দরখাস্ত করবেন।

(২) পাশপোর্ট মাপের রঙিন ফটো ও নিজের সই (সিগনেচার) স্ক‍্যান করা থাকতে হবে (স্ক‍্যান করবেন ২০০ ডি.পি.আই এ জে.পি.জি বা জে.পি.ই.জি ফর্ম‍্যাটে)। সিগনেচার স্ক‍্যান করবেন ১০-২০ কে.বি র মধ্যে আর ফটো স্ক‍্যান করবেন ২০-৫০ কে.বি র মধ্যে।

(৩)লেফট থাম্ব ইমপ্রেশন স্ক‍্যান করতে হবে।

(৪)নিচের এই লেখাটি সাদা কাগজে নিজের হাতের লেখায় লিখে স্ক‍্যান করে নেবেন ‘I…..(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid, I will present the supporting documents as and when required’,

(৫) পরীক্ষা ফী বাবদ ৮৫০ (তপশিলী, প্রতিবন্ধী,ও প্রাক্তন সমরকর্মী হলে ১৭৫) টাকা লাগবে। টাকা অনলাইনে জমা দিতে পারবেন।

দরখাস্ত সাবমিট করার পর ‘Payment Gateway’ অপশন পাবেন। অনলাইনে টাকা জমা দিতে চাইলে মাস্টার/ভিসা ডেবিট/ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব‍্যাঙ্কিংয়ে জমা দিতে পারবেন। এরপর ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন, নিজের হাতের লেখা আপলোড করতে হবে। অনলাইন ট্রানজাকশন সফল হলে আপনা থেকেই রেজিস্ট্রেশন নম্বর ও পাশওয়ার্ড তৈরি হয়ে যাবে ও স্ক্রিনে দেখতে পাবেন।তখন তা ওই e-receipt প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। অনলাইন ট্রানজাকশন সফল না হলে স্ক্রিনে ‘Your Online transaction was unsuccessful’ দেখতে পাবেন। তখন আবার Apply Online এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আবার পূরণ করতে হবে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

  • Reliance Career 2024 : রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে কাজের সুযোগ
    Spread the loveReliance Career 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • NIRT Job 2024 : জাতীয় যক্ষ্মা গবেষণা ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveNIRT Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • India Post Vacancy 2024 : ভারতীয় ডাকবিভাগে ড্রাইভার নিয়োগ
    Spread the loveIndia Post Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • IIT Indore Recruitment 2024 : আইআইটিতে কর্মী নিয়োগ
    Spread the loveIIT Indore Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • DEO Job Vacancy 2024 : বেসিলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveDEO Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading