রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু । জানুন বিস্তারিত
Admission Open The West Bengal Council Of Rabindra Open Schooling : পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে ‘মাধ্যমিক’ কোর্সে ভরতি শুরু হয়েছে।
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা পড়াশোনা আর না করে থাকলে এখানে থেকে মাধ্যমিক পাশ করতে পারেন। যাঁরা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি, তাঁরাও এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারেন।
Join Our NIOS NEWS Official Whatsapp Group
বয়স – বয়স হতে হবে ১ জুনের হিসাবে অন্তত ১৪ বছর।
ভর্তি নেওয়া হয় বছরে দু’বার জুন ও ডিসেম্বরে। এখন ভর্তি নেওয়া হচ্ছে জুন সেশনের জন্য। পশ্চিমবঙ্গের প্রায় ২০০ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন। মাধ্যমিকে মোট ১১টি বিষয় আছে : বাংলা, ইংরিজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গৃহবিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান।
ওপরের ওইসব বিষয় থেকে অন্তত ৭ টি আবশ্যিক বিষয় আর ১ টি অতিরিক্ত বিষয় নিতে হবে। ভরতির সময় সব বিষয়গুলি একসঙ্গে না নিলেও ভরতির দু’মাসের মধ্যে এক বা একাধিক বিষয় নিতে পারবেন। ভরতির ৬ মাস বা তার পরে সাধারণ ভরতির সময় আবার নতুন বিষয় নিতে পারবেন। তবে সেক্ষেত্রে বিষয় নেওয়ার ১ বছর পর সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। সব বিষয়ের পরীক্ষা একই সঙ্গে দিতে পারবেন। তবে প্রস্তুতি ঠিক না হলে ৫ বছর ধরে বছরে দু’বার করে মোট ৯ বার পরীক্ষা দিয়ে সফল হতে পারবেন।
বাংলা বিষয়ের প্রতিটি পত্রে ১০০ হিসাবে দুটি পত্রের পূর্ণমান ২০০। উত্তরণ মান একত্রে ৬৮। অন্যান্য বিষয়ের পূর্ণমান ১০০ ও উত্তরণ মান ৩৪। ৭ টি আবশ্যিক বিষয় নিয়ে যাঁরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করবেন, তাঁদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট মাধ্যমিক পাশের সমতুল। উপরের ৭ টি বিষয়ে পাশ না করলে অন্যান্য বিষয়ের পাশকে শুধু পাশ হিসাবে ধরা হবে। এজন্য মার্কশীট পেলেও সার্টিফিকেট পাবেন না। অতিরিক্ত বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে ৩৪ নম্বর বাদ দিয়ে বাকি নম্বর মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে।
CLICK TO JOIN – PRIMARY TET WHATSAPP GROUP
এবছর জুনে ভরতি হলে পরের বছর জুনে পরীক্ষা দিতে পারবেন। এখান থেকে মাধ্যমিক পাশ করলে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে যেমন উচ্চমাধ্যমিক কোর্সে ভরতি হতে পারবেন, তেমন পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক কোর্সের ভরতির সুযোগ পাবেন। ভরতির সময় যাবতীয় বই-পত্র দেওয়া হবে। ক্লাস হয় সাধারণত ছুটির দিন বা কাজের দিন সন্ধ্যাবেলায়।
দরখাস্ত করবেন অনলাইনে বা অফলাইনে। দরখাস্ত করার শেষ তারিখ ১১ জুলাই। কোন কোন স্টাডি সেন্টারে ফর্ম পাবেন তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা নিচে দেওয়া সংসদের অফিসে পাবেন।
পূরণ করা ফর্মের সঙ্গে দেবেন : (১) বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম-সার্টিফিকেট/ কোনো অনুমোদিত বিদ্যালয়ে ভরতি হয়ে থাকলে তার রেজিস্ট্রার থেকে প্রমাণপত্র/ পুর প্রতিষ্ঠানের উপযুক্ত কর্তৃপক্ষ, চেয়ারম্যান, মেয়র কিংবা গ্ৰাম পঞ্চায়েত প্রধানের থেকে নিদিষ্ট ফর্মে জন্ম-তারিখের প্রমাণপত্র (প্রথম শ্রেণির গেজেটেড অফিসার বা অনুমোদিত বিদ্যালয় বা কলেজের প্রধানের প্রত্যয়িত করা হতে হবে)
(২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে ক্লাস এইট পাশ সার্টিফিকেট বা এইট পাশ পর্যন্ত স্বশিক্ষিত হলে শিক্ষার্থীর নিজের লিখিত বিবৃত দিতে হবে,
(৩) স্কুল লিভিং সার্টিফিকেট,
(৪) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো (নিজের সই করা)।
ফর্মে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন ১২ জুলাই থেকে ১৮জুলাই পর্যন্ত। পূরণ করা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই থেকে ২৬ জুলাই। দক্ষিণবঙ্গে বেলায়
এই ঠিকানায় : রামেন্দ্র সুন্দর, তন্তুজ ভবন, ডিডি-১৮/৪, সপ্তম তল, বিধাননগর, কলকাতা-৬৪।
শিলিগুড়ি প্রার্থীরা যোগাযোগ করবেন এই ঠিকানায় রাহুল সংকৃত্যায়ণ ভবনে। সংসদের অফিসের ঠিকানায় : পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, বিকাশভবন, তৃতীয় তল, পূর্বপার, বিধাননগর, কলকাতা-৬৪।
ওয়েবসাইট : https://wbcros.in/
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগSpread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more
- Karmabhandu Recruitment : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগSpread the loveKarmabhandu Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Karmabhandu Recruitment সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Stenographer Recruitment : জেলা আদালতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveStenographer Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Stenographer Recruitment সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Miscellaneous Job : পাবলিক সার্ভিস কমিশনে মিসলেনিয়াস পদে কর্মী নিয়োগSpread the loveMiscellaneous Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Miscellaneous Job সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- PPO Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগSpread the lovePPO Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now PPO Recruitment 2023 এই … Read more