
কবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? জানালেন মুখ্যমন্ত্রী
madhyamik hs exam time announce mamata banerjee : প্রায় গত দেরবছর ধরে থমকে গেছে শিক্ষা ব্যবস্থা। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল কলেজের রাস্তা হয়তো ভুলতে বসেছে পড়ুয়ারা।
Join Our NIOS NEWS Official Whatsapp Group
তবে করোনার প্রকোপ দিন দিন আক্রমনাত্বক হয়ে ওঠায়, শিক্ষার্থীদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়েও দেখা দেয় সংশয়। এবছরের ১লা জুন থেকে মাধ্যমিক ও ১৫ই জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সময়সূচী ঘোষিত হয়েছিল শিক্ষা দফতরের তরফ থেকে। কিন্তু করোনা পরিস্থিতি বিচার করে শিক্ষা দফতর থেকে , মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছিল। তবে তা স্থগিত না পুরোপুরি বাতিল করা হবে সেই সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছিল।
কয়েক দিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি এখনও। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা নেওয়া হবে। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। যত দ্রুত সম্ভব তা জানিয়ে দেওয়া হবে পক্ষার্থী দের।
বৃহস্পতিবার অর্থাৎ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসে। জুলাইয়ের শেষ সপ্তাহে নেওয়া হবে উচ্চমাধ্যমিক।
CLICK TO JOIN – PRIMARY TET WHATSAPP GROUP
যেহেতু উচ্চমাধ্যমিকের পর, উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার বিষয়টি রয়েছে বলেই, এ সময়ে দাঁড়িয়ে মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে যাতে অংশ নিতে পারে সেই কারণেই জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক নেওয়া হবে৷
এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিষয়গুলির পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রশ্ন থানায় রাখা হয়। স্কুলের থেকে থানার দূরত্ব বেশি হলে নিকটবর্তী প্রশাসনিকভবনে প্রশ্নপত্র রাখার কথা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, নিজ নিজ স্কুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে৷ এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ও স্কুলের পরিকাঠামো বিচার করে সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চ শিক্ষা পর্যদ৷ এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই ৩ ঘণ্টা পরীক্ষা হয়৷ ৩ ঘণ্টার আবশ্যিক পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে৷ ৩ ঘণ্টার পরীক্ষায় যদি ১০টি প্রশ্নের উত্তর দিতে হত, দেড় ঘণ্টার পরীক্ষায় ৫টি উত্তর দিতে হবে৷
এছাড়াও তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যে অতিরিক্ত বিষয়গুলি রয়েছে, সেগুলিতে বিদ্যালয়ে পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে৷ তবে যেহেতু প্রশ্নপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, সেই কারণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ণমানের অর্ধেক নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …