DMCA.com Protection Status

Join Whatsapp Group

রাজ‍্যের ১২১ টি সরকারি আই.টি.আই কোর্সে ভরতি

Spread the love
Admission opend in 121 government ITI courses in west bengal
Admission opend in 121 government ITI courses in west bengal

রাজ‍্যের ১২১ টি সরকারি আই.টি.আই কোর্সে ভরতি

পশ্চিমবঙ্গের ১২১ টি সরকারি আই.টি.আই/ আই.টি.আই / জুনিয়র পলিটেকনিক /পি.পি.পি সরকারি আই.টি.আই তে কেন্দ্রীয় সরকারের ন‍্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের (এন.সি.ভি.টি) অনুমোদিত ক্র‍্যাফটসম‍্যান ট্রেনিং স্কিম প্রায় ৪৪ টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভরতির ফর্ম দেওয়া শুরু হয়েছে। সেশন শুরু ১ আগস্ট। আই.টি.আই গুলিতে ২ বিভাগের ট্রেড কোর্স পড়ানো হয় : M গ্ৰুপ ও E গ্ৰুপ। কারা কোন গ্ৰুপে ভরতির জন্য যোগ্য :

গ্ৰুপ-E : ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা এই গ্ৰুপের ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ‘ই’ গ্ৰুপে ভরতি হতে পারবেন এইসব ট্রেডে : কার্পেন্টার, ম‍্যাসন, শীট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেইন্টার জেনারেল, ওয়‍্যারম‍্যান, কাটিং অ্যান্ড সিউয়িং / সিউয়িং টেকনোলজি। পেইন্টার জেনারেল ও ওয়‍্যারম‍্যান ট্রেড ২ বছরের আর অন‍্যান‍্য ট্রেড ১ বছরের।

গ্ৰুপ-M : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক অঙ্ক ও ভৌত বিজ্ঞান বিষয় না থাকলে ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য যোগ্য নন। ‘এম’ গ্ৰুপে ভরতি হতে পারবেন এইসব ট্রেডে― ১ বছরের ট্রেডগুলি হল : মেকানিক (ডিজেল), ফাউন্ড্রিম‍্যান/ফাউন্ড্রিম‍্যান টেকনিশিয়ান, প্ল্যাস্টিক প্রসেসিং অপারেটর, প্লাম্বার, মেকানিক মোটর সাইকেল, সার্ভেয়র, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেন্টেন‍্যান্স, মেকানিক অটো বডি রিপেয়ার, ওয়েল্ডার পাইপ, বেকার অ্যান্ড কনফেকশনার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্ৰামিং অ্যাসিস্ট‍্যান্ট, ক্রাফটসম‍্যান ফুড প্রোডাকশন (জেনারেল) / ফুড প্রোডাকশন (জেনারেল), ডেস্ক টপ পাব্লিশিং অপারেটর, ড্রেস মেকিং, ফ‍্যাশন টেকনোলজি / ফ‍্যাশন ডিজাইন টেকনোলজি, হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার / বেসিক কসমেটোলজি, হেলথ স‍্যানিটরি ইন্সপেক্টর, হর্টিকালচার, প্রিজার্ভেশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবিলস / ক্র‍্যাফটসম‍্যান ফ্রুট অ্যান্ড ভেজিটেবিল প্রসেসিং, সেক্রেটারিয়েল প্র‍্যাক্টিস (ইংলিশ), স্টুয়ার্ড/ ফুড অ্যান্ড বেভারেজ গেস্ট সার্ভিস অ্যাসিস্ট‍্যান্ট, কম্পিউটার অ্যাডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট‍্যান্ট ও ফুড বেভারেজ।

২ বছরের ট্রেডগুলি হল :  টার্নার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, অ্যাটেন্ড‍্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট), ড্রাফটসম‍্যান (সিভিল), ড্রাফটসম‍্যান (মেকানিক্যাল), ইলেক্ট্রনিক্স মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক (কেমিক্যাল প্ল‍্যান্ট), আই.টি.ই.এস.এম / আই.সি.টি.এস.এম ল‍্যাবরেটরি অ্যাসিস্ট‍্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট), মেশিনিস্ট, মেশিনিস্ট গ্ৰাইন্ডার, মেন্টেন‍্যান্স মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট), মেকানিক কম্পিউটার হার্ডওয়্যার, মেকানিক মোটর ভেহিক‍্যাল, মেকানিক আর.এ.সি, টুল অ্যান্ড ডাই মেকার (ডাইস অ্যান্ড মোল্ড), টুল অ্যান্ড ডাই মেকার (প্রেস টুলস, জিগস অ্যান্ড ফিক্সার), ইনফর্মেশন টেকনোলজি।

সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-৮-২০২১ র হিসাবে ন‍্যূনতম ১৪ বা তার বেশি, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১-৮-২০০৭ এর আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। যে কোনো বয়সের প্রার্থীরাই আবেদনের যোগ্য। নিদিষ্ট কয়েকটি ট্রেডে মহিলা প্রার্থী না পাওয়া গেলে ছেলেরা ওই চারটি মহিলা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ভরতির জন্য আবেদন করতে পারবেন। তপশিলী জাতির প্রার্থীদের জন্য ২২%, তপশিলী উপজাতি প্রার্থীদের জন্য ৬%, ও.বি.সি দের জন্য ৭%, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪% ও মহিলাদের জন্য ৩০% সীট সংরক্ষিত। টিউশন ফী প্রথম ৬ মাস মাসে ৩০ টাকা করে। ভরতি ফী ১০০ টাকা। রেজিস্ট্রেশন ফী ৩০ টাকা (কন‍্যাশ্রী প্রার্থীদের জন্য ১৫ টাকা)। কশ‍্যান মানি ১০০ টাকা। ভেরিফিকেশন চার্জ ১০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি : দুই গ্ৰুপের বেলায়ই প্রার্থী বাছাই করবে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ ।

‘M’ গ্ৰুপের বেলায় প্রার্থী বাছাই হবে মাধ্যমিক পাওয়া নম্বর দেখে। শুধুমাত্র মাধ‍্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় ব‍্যাঙ্ক অনুযায়ী পছন্দ মতো প্রতিষ্ঠানে ভরতি হতে পারবেন ও ট্রেড বেছে নিতে পারবেন।

‘E’ গ্ৰুপের বেলায় প্রার্থী বাছাই হবে ক্লাস এইটে পাওয়া নম্বর দেখে। চূড়ান্ত মেধা তালিকা আপলোড করা হবে জুলাইয়ে। অনলাইন কাউন্সেলিং হবে জুলাইয়ে।

দরখাস্ত করতে পারবেন অনলাইনে, ১৮ জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.wbscvt.org এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (১৫ কেবির মধ্যে), সিগনেচার আর শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, কাস্ট সার্টিফিকেট জে.পি.ই.জি ফর্ম‍্যাটে স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে যাবতীয় তথ্য সঠিকভাবে দিন। তারপর ফটো ও সিগনেচার আপলোড করে ‘Save & Proceed’ এ ক্লিক করলে দরখাস্ত সাবমিট হয়ে যাবে। এরপর পরীক্ষা ফী বাবদ ২০০ (মহিলা হলে ১০০) টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব‍্যাঙ্কিং, ই-ওয়ালেট এ জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। কোন কোন প্রতিষ্ঠানে কী কী ট্রেড আছে তা ওপরের ওই ওয়েবসাইটে পাবেন।

  • NVS Vacancy 2024 : নবোদয় বিদ্যালয় সমিতিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveNVS Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Driver Job vacancy 2024 : সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
    Spread the loveDriver Job vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Cold Drink Business Plan : স্বল্প পুঁজিতে শুরু করুন, রমরমিয়ে চলবে ব্যবসা
    Spread the loveCold Drink Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Kalakshetra Foundation Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে কলাক্ষেত্র ফাউন্ডেশনে নিয়োগ
    Spread the loveKalakshetra Foundation Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • AIASL Job Vacancy 2024 : বিমান সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveAIASL Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading