FIFA World Cup Football 2018 : Full list of prize winners
WBCS , Rail , PSC , IBPS , SSC , IAS , IPS তথা সবধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশ্বকাপ ফুটবল থেকে প্রশ্ন এসে থাকে । সেইসকল কথা মাথায় রেখে আপনাদের জন্য বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর গুরুত্বপুর্ন তথ্যগুলি তুলে ধরা হল । যা থেকে আপনাদের আগামী পরিক্ষায় প্রশ্ন আসতে পারে ।
FIFA World Cup Football 2018 : Full list of prize winners
একঝলকে বিশ্বকাপ ফুটবল ২০১৮
বিশ্বকাপ ফুটবল প্রতি চারবছর অন্তর আয়োজিত হয় । এবারের বিশ্বকাপ ফুটবল ২১ তম বিশ্বকাপ ফুটবল । এটি আয়োজিত হয়েছিল রাশিয়ায় । এটি আয়জন করতে খরচ হয়েছে আনুমানিক ১৪.২ বিলিয়ন । এই বিশ্বকাপেই প্রথম Video Assistant Referee(VAR) সিস্টেম ব্যবহার করা হয় ।
আয়োজক দেশ – রাশিয়া ( ২১ তম বিশ্বকাপ ফুটবল )
অফিশিয়াল ম্যাসকট ( ২০১৮) – জাবিভাকা ( ZABIVAKA)
অফিসিয়াল থিম SONG – “LIVE IT UP”
সময় সীমা – ১৪ জুন থেকে ১৫ জুলাই , ২০১৮
দল – ৩২ টি
*******************************************************************************************************************
জয়ী দল – ফ্রান্স
রানার্স দল – ক্রোয়েশিয়া
তৃতীয় স্থানাধিকারী – বেলজিয়াম
চতুর্থ স্থানাধিকারী – ইংল্যান্ড
**************************************************************************
ম্যাচ – ৬৪ টি
গোল – ১৬৯ টি
গোল্ডেন বুট (সবথেকে বেশি গোলদাতা):
সবথেকে বেশি গোলদাতাকে এই প্রাইজ দেওয়া হয় । এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট পেলেন ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারি কেন(Harry kane) । তিনি সারা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ।
গোল্ডেন বল (বেস্ট প্লেয়ার)-
বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে “গোল্ডেন বল” দেওয়া হয় । বিশ্বকাপ ২০১৮ এর সেরা খেলোয়াড় হলেন ক্রোয়েশিয়ার লুকা মর্ড্রিক (Luka Mordric) । ইনিই প্রথম ক্রোয়েশিয়ান যিনি গোল্ডেন বল পেলেন ।
বেস্ট ইয়ংগেস্ট প্লেয়ারঃ-
কাইলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe) । ইনি ফ্রান্সের খেলোয়াড় ।
গোল্ডেন গ্লোভ(বেস্ট গোলকিপার) –
থিবাত কোর্টইস (Thibaut Courtois) । সারা বিশ্বকাপে ইনি ২৭ টি গোল বাঁচিয়েছেন । ইনি বেলজিয়ামের খেলোয়াড় ।
KARMASATHE ANDROID APP টি ডাউনলোড করুন – 