DMCA.com Protection Status

Join Whatsapp Group

Gorkha Training Centre Vacancy : গোর্খা ট্রেনিং সেন্টারে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Spread the love
Gorkha Training Centre Vacancy
Gorkha Training Centre Vacancy

Gorkha Training Centre Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
West Bengal Police Apply

Gorkha Training Centre Vacancy

সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । প্রার্থীকে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । ভারত সরকার, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গোর্খা ট্রেনিং সেন্টারের  (GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE) তরফে  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স,  আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি – 1083/MISC/A4

পদের নাম –

রাঁধুনি   (Cook) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । ভারতীয় রান্নায় জ্ঞান থাকতে হবে ।  আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।  

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা ।

আরও পড়ুন – আইসিএএস নামক কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ

পদের নাম –

সাফাইওয়ালা   (Safaiwala) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । 

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা ।

পদের নাম –

ড্রাফটারি   (Draftari) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । 

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা ।

আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

পদের নাম –

মেসেঞ্জার   (Messenger) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । 

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা ।

পদের নাম –

লোয়ার ডিভিশন ক্লার্ক    (LDC) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । 

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৯,০০০ থেকে ৬২,২০০ টাকা ।

আরও পড়ুন – অখিল ভারতীয় বাক্ শ্রবণ সংস্থায় কর্মী নিয়োগ

পদের নাম –

স্টেনো গ্রেড (Steno Grade–II) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । 

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি –

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে । লিখিত পরিক্ষার পর প্রাক্ট্রিক্যাল / ট্রেড / ফিজিক্যাল এবং স্কিল টেস্ট নেওয়া হবে । 

আবেদন পদ্ধতি –

উপরিক্ত সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।

১) প্রার্থীকে প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে । সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হল ।

২) এরপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩) সাম্প্রতিক চারটি পাসপোর্ট সাইজের ছবি স্ব-প্রত্যয়িত একটি আবেদনের ডান কোণায় আটকানো হবে এবং একটি স্বীকৃতি কার্ডে এবং দুটি আবেদনপত্রের সাথে সংযুক্ত।

৪) পূরণ করা আবেদনপত্রের সাথেও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্বপত্যয়িত জেরক্স যুক্ত করতে হবে । কোন কোন ডকুমেন্ট লাগবে সেটি নিচে দেওয়া হল ।

আরও পড়ুন – মাধ্যমিক পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

৬) ২৫ টাকার পোস্টাল স্ট্যাম সহিত নাম, ঠিকানা লেখা একটি খামের মধ্যে পূরণ করা আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্ট ভরতে হবে । খামের উপর বড় হরপে লিখতে হবে , “APPLICATION FOR THE POST OF _______________________ ”

৭) এরপর  আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে অডিনারি পোস্ট / রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে । নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, তারিখ দেওয়া হল ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

কোন কোন ডকুমেন্ট লাগবে ?

নিম্নলিখিত ডকুমেন্ট গুলির স্বপত্যয়িত জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ।

১)  শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

২) মেডিকেল সার্টিফিকেট

৩) বয়সের প্রমাণপত্র  

৪) কাস্ট সার্টিফিকেট

৫) ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট

৬) আধার কার্ড

৭) পরিচয় পত্র

৮) অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি

আবেদনের সময়সীমা –

উপরিক্ত পদে আবেদন করা যাবে ২৬/১০/২০২৩ তারিখ পর্যন্ত । আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপের   প্রার্থীরা ০২/১১/২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে ।  আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আরও পড়ুন – আই সি এম আরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদনপত্র ঠিকানা – 

Presiding Officer,

Civilian Direct Recruitment,

Application Scrutiny Board,

39 Gorkha Training Centre Varanasi Cantt,

District – Varanasi,

State – Uttar Pradesh,

PIN –221002

গুরুত্বপূর্ণ লিংক          

অফিসিয়াল ওয়েবসাইটClick Now
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদনের নমুনাপত্রDownload Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
  • Lemon Grass Cultivation : অবাক হলেও সত্যি! ঘাসের চাষ করে প্রতি মাসে আয় করুন হাজার হাজার টাকা
    Spread the loveLemon Grass Cultivation : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Gujarat High Court Recruitment : এই হাইকোর্টে স্টেনো পদে কর্মী নিয়োগ
    Spread the loveGujarat High Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Vasantakfi Career : বসন্ত মহিলা মহাবিদ্যালয়ে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveVasantakfi Career : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …

    Continue reading

  • TMC Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগ
    Spread the loveTMC Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Sainik School Gopalganj Vacancy : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Gopalganj Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading