DMCA.com Protection Status

Join Whatsapp Group

IACS Recruitment 2023 : আইসিএএস নামক কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ

Spread the love
IACS Recruitment 2023
IACS Recruitment 2023

IACS Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
West Bengal Police Apply

IACS Recruitment 2023

সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । প্রার্থীকে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কালটিভেশন অফ সায়েন্স  (INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE) তরফে  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স,  আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি – IACS/ADVT/P/05/1167

পদের নাম –

মাল্টি টাস্কিং স্টাফ  (MTS) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ।  আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।  

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।

আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা ।

পদের নাম –

আপার ডিভিশন ক্লার্ক   (Upper Division Clerk) । 

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্নাতক পাশ করতে হবে ।  

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

বেতন –

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৯,২০০ টাকা ।

আরও পড়ুন – অখিল ভারতীয় বাক্ শ্রবণ সংস্থায় কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি –

মেরিটের ভিত্তিতে শর্টলিস্টের প্রার্থীদের বেশ কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে । লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ট্রেড টেস্ট ইত্যাদির মাধ্যমে নিয়োগ করা হবে । সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিধান্তই চূড়ান্ত বলে গন্য করা হবে ।  

আবেদন পদ্ধতি –

উপরিক্ত পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।

১) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে । আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হল ।

২) আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩) আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দিতে হবে ।

৪) যথাযথ আবেদন ফি জমা করতে হবে ।

৫) আবেদনপত্রের সাথেও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে । কোন কোন ডকুমেন্ট লাগবে সেটি নিচে দেওয়া হল ।

৬) আবেদনপত্রটি একটি হামের মধ্যে ভরতে হবে । খামের উপর বড় হরপে লিখতে হবে , “APPLICATION FOR THE POST OF (Name of the post along with advertisement number)

আরও পড়ুন – মাধ্যমিক পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

৭) আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে । নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, তারিখ দেওয়া হল ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন । 

কোন কোন ডকুমেন্ট লাগবে ?

নিম্নলিখিত ডকুমেন্ট গুলির জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ।

১)  শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

২) বয়সের প্রমাণপত্র

৩) কাস্ট সার্টিফিকেট

৪) অভিজ্ঞতার সার্টিফিকেট   

আবেদন ফি –

উপরিক্ত পদের আবেদন ফি ১০০০ টাকা । শুধুমাত্র ST এবং মহিলা প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি লাগবে । আবেদন ফি সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আবেদনের সময়সীমা –

বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন পর্যন্ত এই পদে আবেদন করা যাবে ।  উত্তরপূর্ব রাজ্য গুলির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিন পর্যন্ত আবেদন করা যাবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আরও পড়ুন – আই সি এম আরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদনপত্র পাঠানোর ঠিকানা –  

The Registrar,

Indian Association for the Cultivation of Science,

2A & B,

Raja S. C. Mullick Road,

Kolkata – 700032

গুরুত্বপূর্ণ লিংক          

অফিসিয়াল ওয়েবসাইটClick Now
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
আবেদনের নমুনাপত্রDownload Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now