
মুখ্যমন্ত্রীর অনুরোধে এস.এস.সি প্রার্থীরা অনশন তুলে নিলেও নিয়োগের কাজ বিশ বাও জলে
৪০০ জন এস.এস.সি প্রার্থীদের ২৯ দিনের অনশন কাঁপিয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ । রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে এই অনশন চালিয়ে গেছিলেন এস.এস.সি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । সমগ্র সুশীল বঙ্গবাসীর সমর্থন পেয়েছিল সেই অনশন আন্দোলন । শেষপর্যন্ত শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনশন মঞ্চে আসতে বাধ্য হয়েছিলেন ।
মুখ্যমন্ত্রীর অনুরোধে অনশন তুলে নেওয়ার পর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয় তাদের অভিযোগের বিষয়টি যাচাই করার জন্য । এই কমিটির কাছে একাধিক অভিযোগ সম্বন্বিত হলফনামা পেশ করে এস.এস.সি প্রার্থীরা ।
অন্যদিকে অনশন তুলে নেওয়ার সাতদিনের মধ্যে কমিশনের তরফ থেকে বিকাশ ভবনে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল । গত ২৮ শে মার্চ এই অনশন তুলে নেওয়া হয়েছিল । আজ ৪ ই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে এখনও পর্যন্ত কোন রিপোর্ট জমা পরে নি ।
এস.এস.সি অনশন আন্দলনের সাথে যুক্ত রাকেশ প্রামানিক জানিয়েছেন , “ কমিশনের পক্ষ থেকে ৪-৫ তারিখের মধ্যে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হবে । কিন্তু এখন পর্যন্ত আমাদের কারোর সাথেই যোগাযোগ করা হয়নি” ।
এই অবস্থায় কমিশনের এই উদাসীনতায় প্রার্থীদের মনে অসন্তোষ তৈরি করেছে । এস.এস.সি যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।
আই.ডি.বি.আই ব্যাংকে ৫০০ অফিসার নিয়োগ । যোগ্যতা – গ্রাজুয়েট । আবেদন চলছে
মুখ্যমন্ত্রীর অনুরোধে এস.এস.সি অনশনকারী প্রার্থীদের অনশন তুলে নেওয়া হলেও নিয়োগের কাজ বিশ বাও জলে
৪০০ জন এস.এস.সি প্রার্থীদের ২৯ দিনের অনশন কাঁপিয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ । রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে এই অনশন চালিয়ে গেছিলেন এস.এস.সি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । সমগ্র সুশীল বঙ্গবাসীর সমর্থন পেয়েছিল সেই অনশন আন্দোলন । শেষপর্যন্ত শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনশন মঞ্চে আসতে বাধ্য হয়েছিলেন ।
মুখ্যমন্ত্রীর অনুরোধে অনশন তুলে নেওয়ার পর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয় তাদের অভিযোগের বিষয়টি যাচাই করার জন্য । এই কমিটির কাছে একাধিক অভিযোগ সম্বন্বিত হলফনামা পেশ করে এস.এস.সি প্রার্থীরা ।
অন্যদিকে অনশন তুলে নেওয়ার সাতদিনের মধ্যে কমিশনের তরফ থেকে বিকাশ ভবনে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল । গত ২৮ শে মার্চ এই অনশন তুলে নেওয়া হয়েছিল । আজ ৪ ই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে এখনও পর্যন্ত কোন রিপোর্ট জমা পরে নি ।
নেহেরু যুব কেন্দ্রে ২২৫ ক্লার্ক ও গ্রুপ ডি / যোগ্যতা মাধ্যমিক ও গ্রাজুয়েট / আবেদন চলছে
এস.এস.সি অনশন আন্দলনের সাথে যুক্ত রাকেশ প্রামানিক জানিয়েছেন , “ কমিশনের পক্ষ থেকে ৪-৫ তারিখের মধ্যে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হবে । কিন্তু এখন পর্যন্ত আমাদের কারোর সাথেই যোগাযোগ করা হয়নি” ।
এই অবস্থায় কমিশনের এই উদাসীনতায় প্রার্থীদের মনে অসন্তোষ তৈরি করেছে । এস.এস.সি যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।