
পশ্চিমবঙ্গে ২০২১ গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ
পশ্চিমবঙ্গ জুড়ে ২০২১ জন গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ । পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারেন । নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের বিভিন্ন ডিভিশনে ।পদের নাম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার । দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীন ডাক সেবক নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ ।
মোট শূন্যপদ –
মোট শূন্যপদ ২০২১ টি । যার মধ্যে ৮৮২ টি সাধারন , তফসিলি জাতি ৪২৯ টি , তফসিলি উপজাতি ৯৪ টি , ওবিসি ৪০৮ টি , আর্থিকভাবে অনগ্রসর ১৪৪ টি এবং প্রতিবন্ধীদের জন্য ৬৪ টি সিট রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা –
অন্তত মাধ্যমিক পাশ হতে হবে । প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে অন্যতম বিষয় হিসাবে বাংলা পড়ে থাকতে হবে । তবে এটি নেপালিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় । প্রার্থীর কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে । এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ দিনের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে । কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও আবেদন করা যাবে । সেক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসাবে কম্পিউটার পড়ে থাকতে হবে ।
প্রার্থীকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে । মোটর সাইকেল চালানো জানলেও চলবে ।
বয়স –
১৮.০২.২০২০ তারিখে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । তফসিলিরা ৫ বছর , ওবিসি রা ৩ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের বয়সে ছাড় পাবেন ।
অন্যান্য শর্তাবলী –
গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নির্বাচিত প্রার্থী যদি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা না হয়ে থাকেন , তাহলে কাজে যোগদানের আগে তাঁকে সংশ্লিষ্ট শাখা ডাকঘর সংলগ্ন গ্রামে বসবাসের ব্যবস্থা করতে হবে । এই মর্মে প্রার্থীকে আবেদনের সময়ই একটি ঘোষণাপত্র জমা দিতে হবে । অন্য পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা সংশ্লিষ্ট শাখা ডাকঘরের ডাক বিতরনের এলাকার বাসিন্দা হতে হবে ।
ডাক বিভাগের তরফে জানানো হয়েছে প্রার্থীর অন্যান্য সূত্র থেকে উপার্জনের ব্যবস্থা থাকতে হবে ।তবে বর্তমানে অন্য কোনও সূত্র থেকে উপার্জনের ব্যবস্থা না থাকলেও আবেদন করা যাবে । নির্বাচিত হিসাবে ঘোষিত প্রার্থীদের ১ মাসের মধ্যে কাজে যোগদানের আগে অন্য সূত্র থেকে উপার্জনের প্রমান দাখিল করতে হবে ।
ডাকঘর হিসাবে কাজ চালানোর উপযোগী জায়গার ব্যবস্থা করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নির্বাচিত প্রার্থীকেই এবং সে বাবদ খরচও বহন করতে হবে সংশ্লিষ্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে ।
গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের নির্বাচিতদের ১০০০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখতে হবে । ডাক সেবকদের এমোণ কোন কোন এজেন্সির সাথে যুক্ত থাকা চলবে না যার কাজকর্ম ডাক বিভাগের কাজের পক্ষে ক্ষতিকারক হয়ে দাড়ায় ।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি মেধা তালিকা অনুসারে । মাধ্যমিকের প্রতিটি বিষয়েই পাশ নম্বর থাকতে হবে । একাধিক প্রার্থীর একই নম্বর থাকলে বয়সের নিরিখে মেধা তালিকা তৈরি হবে । এক্ষেত্রে উচ্চতর বয়সের প্রার্থীরা অগ্রগন্য বলে বিবেচিত হবে ।
বেতন –
ডাক সেবকরা তাদের কাজের বিনিময়ে অ্যালাওয়েন্স পাবেন । পদ অনুসারে অ্যালাওয়েন্স পরিমানে নীচে দেওয়া হল-
ব্রাঞ্চ পোস্টমাস্টার – ১২০০০ থেকে ১৪৫০০ টাকা ।
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার /গ্রামীণ ডাক সেবক – ১০০০০ থেকে ১২০০০ টাকা ।
আবেদন পদ্ধতি –
অনলাইনে আবেদন করতে হবে ১৮ ই মার্চের মধ্যে । অনলাইনে আবেদনের জন্য প্রথমে নাম রেজিস্টার করতে হবে এই দুই ওয়েবসাইটের কোনও একটির মাধ্যমে –
রেজিস্টার করার পড়ে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে । এটি লিখে রাখবেন ।
ফিবাবদ সাধারন , ওবিসি এবং আর্থিকভাবে অনগ্রসর ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে । নিকটবর্তী কোনও পোস্ট অফিসে । নির্দিস্ট পোস্ট অফিসের তালিকা পাবেন এই ওয়েবসাইটে
পোস্ট অফিসের কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বরটি জানাতে হবে । মহিলা , তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না । এছাড়া অনলাইনে ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে ।
রেজিস্ট্রেশন নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে ফি পেমেন্ট নম্বর উল্লেখ করে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে –
দরখাস্তে পছন্দের ক্রমানুসারে পদের নাম উল্লেখ করা যাবে ।
কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে ?
দরখাস্তে এইসব নথিপত্র জেপিজি অথবা জেপেগ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে –
১. মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট । ফাইল সাইজ হতে হবে ২০০ কেবির মধ্যে ।
২. জণ্ম তারিখের প্রমানপত্র । ফাইল সাইজ হতে ২০০ কেবির মধ্যে ।
৩. কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপলোড করতে হবে । ফাইল সাইজ হতে হবে ২০০ কেবির মধ্যে ।
৪. প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট বা ওবিসি সার্টিফিকেট । ফাইল সাইজ হতে হবে ২০০ কেবির মধ্যে ।
৫. ফটো । ২০০x২৩০ পিক্সেল ডাইমেনসনে এবং সাইজ হতে হবে ৫০ কেবির মধ্যে ।
৬। সই । ২০০x২৩০ পিক্সেল ডাইমেনসনে এবং সাইজ হতে হবে ৫০ কেবির মধ্যে ।
৭. দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট । সাইজ হতে হবে ২০০ কেবির মধ্যে ।
নির্বাচিত হলে প্রার্থী ডাক বিভাগ থেকে এস এম এস ও ইমেল পাবেন ।
খুঁটিনাটি তথ্য এবং অঞ্চল অনুসারে শূন্যপদের তালিখা দেখা যাবে উপরোক্ত দুই ওয়েবসাইটে । প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এই হেল্প ডেস্ক নম্বরে ০৩৩–২২১২-০৫৭৮ । তথ্যের জন্য মেল করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে wbgdscy12@gmail.com
সাম্রতিক পোস্টসমূহ
- Petrol Pump Dealership : পেট্রোল পাম্পের লাইসেন্স কিভাবে পাবেন ?
- Ration Card Download PDF : এবার আপনার রেশন কার্ড নিমেষেই ডাউনলোড করুন
- Hiring Driver : রাজ্যের স্বাস্থ্য বিভাগে ড্রাইভার নিয়োগ
- ICMR Career : সরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- Visva Bharati Recruitment : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে কর্মী নিয়োগ
- Bank Openings : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ
- Nagar Nigam Job 2023 : পৌরসভায় সরাসরি ইন্টারভিউের মাধ্যমে কর্মী নিয়োগ
- Office Assistant Hiring : দীঘা বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ
- New Jeevan Anand Plan : মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ, মেয়াদ শেষে মিলবে ২৫ লাখ
- Librarian Hiring : লাইব্রেরি পদে জেলা অনুসারে সরাসরি আবেদনের লিংক
- Kolkata Police Constable Exam Paper 2023 PDF FILE Download : কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ২০২৩
- World Environment Day 2023 : দ্য ট্রি ম্যান ! কে এই সুপার হিরো ?
- Post Office Term Deposit : পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে হবেন মালামাল
- Data Entry Operator Vacancy : সরকারি অফিসে কর্মী নিয়োগ
- Postal Job Openings : পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- Data Manager Job : কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- Doordarshan Recruitment 2023 : দূরদর্শনে কর্মী নিয়োগ
- Durban Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে দারোয়ান নিয়োগ
- WB Govt Scheme : বেকারদের জন্য সেরা প্রকল্প ! প্রতিমাসে পান ১৫০০ টাকা
- Caretaker Job : সরকারি হোস্টেলে কেয়ারটেকার নিয়োগ
- ASHA Coordinrator Recruitment 2023 : রাজ্যে আশা কো-অর্ডিনেটর নিয়োগ
2 comments
south Gopulpur
Gopulpur