
Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত ( Post Office Recruitment 2023 ) । পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম । ভারতীয় ডাকঘরে পশ্চিমবঙ্গের শাখায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু কর্মী নেওয়া হবে । পশ্চিমবঙ্গের যেকোনও জেলার বাসিন্দা পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই পদে আবেদনের যোগ্য ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – JOIN NOW
নিচে পদের নাম , বয়স , শিক্ষাগত যোগ্যতা , বেতন , আবেদন তথা নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল ।
Post Office Recruitment 2023
পদের নাম –
ডাকবিভাগের এজেন্ট
শিক্ষাগত যোগ্যতা –
ডাকবিভাগের বিজ্ঞাপন অনুযায়ী যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদনের যোগ্য ।
বয়স –
প্রার্থীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকলে আবেদনের যোগ্য ।
বেতন –
ডাকবিভাগের তরফে জানানো হয়েছে এটি কমিশন ভিত্তিক কাজ ।
আরও পড়ুনঃ LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা
আবেদন পদ্ধতি –
পূর্বে কোন আবেদন করার প্রয়োজন নেই । সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে ।
নিয়োগ পদ্ধতি –
আগেই বলেছি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হচ্ছে । সেক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি নিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে ।
ইন্টারভিউতে কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন ?
১. বয়সের প্রমান হিসেবে অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমান পত্রের অরিজিনাল কপি ।
২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের অরিজিনাল কপি ।
৩. আধার কার্ড এর অরিজিনাল কপি ।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – JOIN NOW
৪. প্যান কার্ডের জেরক্স ।
৫. পাঁচ কপি পাসপোর্ট মাপের ফটো
৬. প্রতিটি অরিজিনাল কপির সাথে তার জেরক্স সঙ্গে নিয়ে যাবেন ।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য –
১. মনোনীত হলে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫০০০ টাকা জমা রাখতে হবে ।
২. ডাকবিভাগ ছাড়া অন্য কোনও পলিসি বিক্রির এজেণ্ট হলে আবেদনের যোগ্য নন ।
নিয়োগ কারী সংস্থা –
ভারতীয় ডাক বিভাগের ইস্ট কলকাতা ডিভিশন এর মাধ্যমে এই নিয়োগ করা হচ্ছে । জীবন বিমা ও গ্রামীণ ডাক জীবন বিমা পলিসি বিক্রির উদ্দেশ্যে এই নিয়োগ করা হচ্ছে ।
আরও পড়ুনঃ Beautician Course : এই কোর্সে হাতে কলমে শিক্ষা নিয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করুন ।
ইন্টারভিউয়ের সময় ও তারিখ –
ডাকবিভাগের বিজ্ঞাপন অনুসারে ইন্টারভিউ হবে আগামী ৩০ শে জানুয়ারি ২০২৩ বেলা ১২ টা থেকে ৩ টের মধ্যে । ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে উপরে নির্দেশিত সমস্ত ডকুমেন্ট নিয়ে হাজির হবেন ।
ইন্টারভিউয়ের ঠিকানা –
আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেওয়া হল । নিচের ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে । যথা –
ভারতীয় ডাক বিভাগ
প্রবর ডাক অধিক্ষক
ইস্ট কলকাতা ডিভিশন
কলকাতা – 700163
ফোন নাম্বার – (033) 40007277
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – JOIN NOW
- Motilal Oswal Demat Account Opening : একটি নামকরা কোম্পানিতে ডিএও এজেন্ট নিয়োগ । যেকেউ আবেদনের যোগ্য ।Motilal Oswal Demat Account Opening : একটি নামকরা কোম্পানিতে ডিএও এজেন্ট নিয়োগ । যেকেউ আবেদনের যোগ্য । বন্ধুরা কর্মসাথী ডট কমে
- Nasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকাNasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকা
- Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন ।Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন । বন্ধুরা কর্মসাথী ডট কমে আপনাকে স্বাগত ( Amul Careers ) ।
- Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।
- LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকাLIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা