ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারি সংস্থা, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ‘ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ’ ও ‘সাব-অফিসার’ পদে ২০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ : বিজ্ঞান ও কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আর ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ও সেই সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। স্টেট ফায়ার ট্রেনিং ইনস্টিটিউট থেকে ফায়ার ফাইটিং কোর্স পাশ হতে হবে।
বয়স – বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৫ সেমি, ওজন অন্তত ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি। দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/৬।
মূল মাইনে – ২১,৭০০ টাকা।
শূন্যপদ – ১৬ টি (জেনাঃ ৬, ও.বি.সি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)।
প্রার্থী বাছাই হবে ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্টে থাকবে ২৫ মিনিটে ১০০ মিটার দৌড়, ২ মিনিটে ১০ মিটার মউ বেয়ে দুবার ওঠা নামা, ৩ মিনিটে নিজের ওজনের সমান বস্তকে নিয়ে ২৫ মিটার ওপরে ওঠা, ২০ বার পুশ আপস, ১০ মিনিটে ১.৬ কি.মি দৌড়, ৩ মিটার সমান্তরাল দড়ি বেয়ে ওপরে ওঠা।
এরপর হবে ৫০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট। এই টেস্টে থাকবে অঙ্ক – ২০ নম্বর, বিজ্ঞান – ২০ নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস – ১০ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। এরপর ২ ঘন্টার ৫০ নম্বরের অ্যাডভান্সড টেস্ট।
দরখাস্ত করবেন সাধারণ ৩৪×২২ সেমি মাপের কাগজে নিদিষ্ট বয়ান টাইপিং করে। দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটে : www.barc.gov.in সঙ্গে দেবেন : (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট প্রত্যয়িত নকল, (২) ড্রাইভার পদের বেলায় ড্রাইভিং লাইসেন্সের প্রত্যয়িত নকল, (৩) অন্যান্য প্রমাণপত্র থাকলে তার প্রমাণপত্র, (৪) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো (নিজের সই করা ১ কপি দরখাস্তের নিদিষ্ট জায়গায় সেঁটে ও আরেক কপি দরখাস্তের সঙ্গে গেঁথে)। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন ‘ Application for the Post of……… Post Code : DR-01 against Advertisement No. BARC / MYS /02/2021. দরখাস্ত পৌঁছানো চাই ১৫ অক্টোবরের মধ্যে। এই ঠিকানায় : The Administrative Officer – lll, Bhabha Atomic Research Centre, P B No. 01, Yelwal Post, Mysore – 5711301.
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।