DMCA.com Protection Status

Join Whatsapp Group

স্টেট ব্যাঙ্কে ৮ হাজার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট , গ্র্যাজুয়েট ছেলেমেয়ের জন্য

Spread the love
স্টেট ব্যাঙ্কে ৮ হাজার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট , গ্র্যাজুয়েট ছেলেমেয়ের জন্য

স্টেট ব্যাঙ্কে ৮ হাজার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট , গ্র্যাজুয়েট ছেলেমেয়ের জন্য

কেন্দ্রীয় সরকারী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৮০০০ জন ছেলে মেয়ে নিচ্ছে । যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন । মাধ্যমিক পাশ প্রাক্তন সমর কর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফর্সের করেস্পন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ১৫ বছর আর্মড ফোর্স এ চাকরি করে থাকলেও যোগ্য । ইংরিজিতে লিখতে ও বলতে পারা দরকার । যে রাজ্যের শুন্যপদের জন্য দরখাস্ত করবেন সেখান কার স্থানীয় ভাষায় লিখতে ও কথা বার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে ।

আরও পড়ুনঃ- নেহেরু যুব কেন্দ্রে ২২৫ ক্লার্ক ও গ্রুপ ডি / যোগ্যতা মাধ্যমিক ও গ্রাজুয়েট / আবেদন চলছে

বয়স

বয়স হতে হবে ০১.০১.২০২০ র হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে । অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ০২.০১.১৯৯২ থেকে ০১.০১.২০২০ এর মধ্যে । তপসিলিরা ৫ বছর অবিসি রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন ।

বেতন

শুরুতে ৬ মাসের প্রবেশন । মূল মাইনে ১১৭৬৫ – ৩১৪৫০ টাকা । শুরুতে মাইনে মাসে প্রায় ২৬০০০ টাকা ।

মোট শূন্যপদ –

মোট শূন্যপদ ৮০০০

এই পদের বিজ্ঞপ্তি নাম্বার – crpd/cr/2019-20/20

প্রার্থী বাছাই প্রক্রিয়া –

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে । তাতে সফল হলে অনলাইনে মেন পরীক্ষা হবে । প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ মাসে । এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ১ ঘণ্টার ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে –

১. ইংলিশ ল্যাঙ্গুয়েজ – ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন । সময় ২০ মিনিট ।

২. নিউম্যারিকেল এবিলিটি – ৩৫ নম্বরের ৩৫ টি প্রস্ন । সময় ২০ মিনিট ।

৩. রিজনিং এবিলিটি – ৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন । সময় ২০ মিনিট ।

নেগেটিভ মারকিং আছে । ৪ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নাম্বার কাটা হবে । প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মোট সুন্যপদের ১০ গুন প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে । প্রিলি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন ১১ ফেব্রুয়ারি থেকে ।

আরও পড়ুনঃ- আই.ডি.বি.আই ব্যাংকে ৫০০ অফিসার নিয়োগ । যোগ্যতা – গ্রাজুয়েট । আবেদন চলছে

মেন পরীক্ষা হবে ১৯ এপ্রিল । এই পরীক্ষায় ২০০ নম্বরের ১৯০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে ।

১. জেনারেল /ফিনান্সিয়াল আওয়েরনেস – ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন । সময় ৩৫ মিনিট ।

২. জেনারেল ইংলিশ – ৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন । সময় ৩৫ মিনিট ।

৩. কোয়ানটিটেটিভ আপ্টিটিউট – ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন । সময় ৪৫ মিনিট ।

৪. রিজনিং এবিলিটি এং কম্পিউটার আপ্টিটিঊট  – ৬০ নম্বরের ৫০ টি প্রশ্ন । সময় ৪৫ মিনিট ।

মোট সময় ২ ঘণ্টা ৪০ মিনিট । মেন পরীক্ষা কল লেটার ডাউনলোড করতে পারবেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ।

লিখিত পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের এইসব কেন্দ্রে আসানসোল , দুর্গাপুর , গ্রেটার কলকাতা , হুগলী , কল্যাণী , শিলিগুড়ি ।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন “Acquaint Yourself” পুস্তিকায় , যা লিখিত পরীক্ষায় কল লেটারের সঙ্গে দেওয়া হবে ।

দরখাস্ত করবেন অনলাইনে ২৬ জানুয়ারি পর্যন্ত । নিচের ওয়েবসাইটে

https://bank.sbi/careers Click Here

https://sbi.co.in/careers Click Here

এজন্য বৈধ একটি ই-মেল আই ডি থাকতে হবে । এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান  করে নেবেন । প্রথমে ওপরের ঐ ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন । তারপর ফটো ও সিগনেচার আপলোড করবেন । এবার পরীক্ষা ফি বাবদ ৭৫০ ( তপশিলি  , প্রাঃ সঃ কঃ ও প্রতিবন্ধীদের ফি লাগবে না ) টাকা অনলাইনে জমা দিতে হবে ২৬ জানুয়ারির মধ্যে । অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যঙ্কিং ইয়ে । অনলাইনে টাকা জমা দেওয়ার প্র ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন ।