৮ কেন্দ্রীয় বাহিনীর কম্পিউটার বেসড টেস্ট ১৬ নভেম্বর থেকে
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের কয়েকটি পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে। ৮ কেন্দ্রীয় পুলিশ ফোর্সের কনস্টেবল ও অসম রাইফেলসের রাইফেলম্যান পদের কম্পিউটার বেসড টেস্ট হবে ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ই-অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। এই পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) পার্ট-এ : জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং – ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন,
(২) পার্ট-বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন, (৩) পার্ট- সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন, (৪) পার্ট-ডি: ইংরিজি/হিন্দি – ২৫ নম্বরের ২৫ টি প্রশ্ন। সময় থাকবে ৯০ মিনিট। পরীক্ষায় প্রশ্ন হবে ইংরিজি, হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে : কলকাতা, শিলিগুড়ি, হুগলি, বেরহামপুর, গ্যাংটক, ভুবনেশ্বর, রাঁচী, কটক, রৌরকেলা। কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে ‘শারীরিক মাপজোখের পরীক্ষা (PST)’ ও ‘শারীরিক সক্ষমতার পরীক্ষার (PET)’ জন্য ডাকা হবে।
শারীরিক মাপজোখের পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় ২৪ মিনিটে ৫ কিমি দৌড় আর মেয়েদের বেলায় ৮.৩০ মিনিটে ১.৬ কিমি দৌড়।
২০২০ সালের স্টেনোগ্ৰাফার গ্ৰেড-সি ও গ্ৰেড-ডি পদের কম্পিউটার বেসড টেস্ট হবে ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর।
২০২০ সালের সাব-ইন্সপেক্টর (দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আমর্ড পুলিশ ফোর্স)’ এর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৮ নভেম্বর।
২০১৯ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এর স্কিল টেস্ট হবে ৩ নভেম্বর।
সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডার সেক্রেটারি এক বিজ্ঞপ্তিতে জানান, নভেম্বর ডিসেম্বরের পরীক্ষা সূচী দেওয়া হল। কয়েকটি পদের ইন্টারভিউও শিরগিরই নেওয়া হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।