DMCA.com Protection Status

Join Whatsapp Group

ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের

Spread the love
ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের

ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের

– শুভজিত নস্কর , NIOS NEWS REPORTER

গ্রাহকদের নিরাপত্তা দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ক্রেতা সুরক্ষা দপ্তর। প্রতিবছরের মতো এবছরও কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় ক্রেতা সুরক্ষা মেলা যার উদ্বোধনী উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সাধন পান্ডে, শোভন দেব চট্টোপাধ্যায় প্রমুখ। সময়ের সাথে সাথে কালোবাজারি এই শব্দটি দিনেদিনে থাবা বসিয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে। শুধু জনসচেতনতায় নয়, গ্রাহকদের নিরাপত্তা এবং সুবিচার রক্ষার দায়িত্ব পালন করে এই দপ্তর।

ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের
ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের

এই বছরেই মেলায় গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ উদ্যোগ নে ওয়া হয়েছে যেখানে কলকাতার নামী দামী কিছু স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের খুদে গবেষণাগারে নিয়ে, যে গুলির মাধ্যমে তারা গ্রাহকদের বোঝানোর চেষ্টা করছেন কোন খাদ্য দ্রব্য বা প্রাত্যহিক ব্যবহৃত দ্রব্য গুলির মধ্যে ভেজাল আছে কিনা তা কিভাবে বিশ্লেষণ করতে হয়।

স্কটিশ চার্চ বা বেথুনের মতো স্কুলগুলির একাধিক পড়ুয়াদের শুক্রবার দেখা গেল টেস্টটিউব বিকার হাতে রীতিমত উদ্দীপনার সাথে বড়দের কে বোঝাতে কিভাবে চিনে নেবেন চিনির মধ্যে কোন দূষিত পদার্থ আছে কি নেই। লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করে কিভাবে যাচাই করতে হয় ধবধবে সাদা মুড়ি আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিভাবে হলুদ লঙ্কাগুঁড়ো এরকম ছোট ছোট জিনিস ভেজাল ময় হয়ে উঠতে পারে এবং তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে তা এই সায়ন , দ্বীপায়ন দের মত ছোট ছোট বাচ্চারা দেখিয়ে দিল।

ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের
ঘরোয়া বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে গ্রাহক পরিষেবার অঙ্গীকার খুদে পড়ুয়াদের

শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলা শুরু হয়েছে। 26 তারিখ পর্যন্ত চলবে এই মেলা।