
WB Primary TET Admit Card 2021 Download
WB Primary TET Admit Card 2021 Download : দীর্ঘ টালবাহানার পর প্রাইমারী টেট পরীক্ষা পুনরায় আয়োজিত হতে চলেছে । ইতিমধ্যেই ২০১৪ সালের প্রাইমারী টেট পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে । অন্যদিকে আগের ২০১৭ সালে যে প্রাইমারী টেট এর বিজ্ঞাপন বের হয়েছিল তার পরীক্ষা আগামী ৩১ শে জানুয়ারি ২০২১ হতে চলেছে ।
CLICK TO JOIN – PRIMARY TET WHATSAPP GROUP
প্রাইমারী টেট সিলেবাস –
আপনারা জানেন প্রাইমারী টেট লিখিত পরীক্ষা মোট ১৫০ নম্বরের হয়ে থাকে । সেখানে মূলত পাঁচটি বিষয় রয়েছে । প্রত্যেক বিষয়ে রয়েছে ৩০ নম্বর । নিচে পাঁচটি বিষয় উল্লেখ করা হল –
যারা প্রাইমারী টেট পরীক্ষার বিস্তারিত সিলেবাস নিয়ে চিন্তিত তারা নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত সিলেবাস দেখে নিন ।
CLICK HERE WB PRIMARY TET SYLLABUS
যারা ২০১৭ সালের প্রাইমারী টেট পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য নিচে পাঁচটি বিষয়ের মক টেস্টের লিঙ্ক দেওয়া হল । এখানে প্রত্যেক বিষয় অনুসারে একাধিক মক টেস্ট পেয়ে যাবেন । এই মকটেস্টগুলি নিয়মিত অভ্যাস করলে নিশ্চিতভাবেই আগামী পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবেন –
১. বাংলা মক টেস্ট – CLICK HERE
২. ইংরাজি মক টেস্ট – CLICK HERE
৩. শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন মক টেস্ট – CLICK HERE
৪. পরিবেশ বিদ্যা মক টেস্ট – CLICK HERE
৫. অঙ্ক মক টেস্ট – CLICK HERE
২০১৭ সালের টেট পরীক্ষায় যারা আবেদন করেছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অ্যাডমিট কার্ডের জন্য । অবশেষে প্রাইমারী টেট এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট ডাউনলোডের অপশন দেওয়া হল ।

৩১ শে জানুয়ারি পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন ।
WB PRIMARY TET ADMIT CARD DOWNLOAD
DIRECT DOWNLOAD LINK –
Option A :
যারা নিজের আপ্লিকেশন ফর্মটি হারিয়ে ফেলেছেন বা আপ্লিকেশন নাম্বারটিও আর মনে নেই তারা অপশন এ তে ক্লিক করবেন । সেখানে নতুন একটি পেজ খুলবে । সেখানে প্রথমে নিজের জেলা , তারপর নিজের নাম এখন সব শেষে নিজের জন্মতারিখ নির্দিস্ট ঘরে দিয়ে সাবমিট বোতামে ক্লিক করুন । তাহলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে । অপশন এ তে ক্লিক করলে নিজের ছবির মত একটি পেজ খুলবে সেখানে উপরের বলা পদ্ধতি অবলম্বন করে নিজের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ।

CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD ( Option A )
Option B :
যাদের আপ্লিকেশন ফর্মটি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা খুবই সহজ । তারা অপশন বি তে ক্লি করবেন । অপশন বি তে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে । সেখানে নিজের আপ্লিকেশন নাম্বারটি বা ইউজার আইডি বলে যে সাত ডিজিটের নম্বর রয়েছে সেটিকে নির্দিস্ট ঘরে প্রদান করে সাবমিট বোতামে ক্লিক করুন । আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে । অপশন বি তে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ খুলবে । সেখানে উপরের বলা পদ্ধতি অবলম্বন করে নিজের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ।

CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD ( Option B )
কেন আপনি Admit Card ডাউনলোড করতে পারছেন না ?
শিক্ষা ,চাকরি এবং ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- মাতৃবন্দনা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ! পাওয়া যাবে ২৫ হাজার কোটি টাকার লোণ ।matri bandana prakalpa announced mamata banerjee : এবার রাজ্য বাজেটে চমকের পর চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
- “তরুণের স্বপ্ন” রাজ্যে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরtaruner swopno scheme announced mamata banerjee : রাজ্যের প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বাজেট পেশ করেছেন ।
- Primary TET 2021 Exam Answer Key Pdf File DownloadPrimary TET 2021 Exam Answer Key : অবশেষে আপনাদের অনুরোধে প্রাইমারী টেট ২০২১ পরীক্ষার সম্পূর্ণ উত্তর পত্র আপনাদের সামনে নিয়ে আসা হল ।
- Primary TET Exam 2021 Math SolutionPrimary TET Exam 2021 Math Solution : কর্মসাথী এর পক্ষ থেকে গতকালই ফেসবুক থেকে সংগ্রহ করে প্রাইমারী টেট এর প্রশ্নপত্রটি শেয়ার করা হয়েছিল ।
- wb primary tet Exam 2017 question paper with answerSpread the lovewb primary tet Exam 2017 question paper with answer wb primary tet Exam 2017 question paper : বহু টালবাহানার পর ২০১৭ সালের WB Primary TET 2017 লিখিত পরীক্ষা 31 জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত হল ।পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সাথে শেয়ার করা হল । খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তরপত্রটিও আপনাদের শেয়ার করা হবে । এই …