West Bengal Public Service Commission এর মাধ্যমে সাব ইনস্পেক্টর পদে নিয়োগ হতে চলেছে বিপুল পরিমানে । ইচ্ছুক আবেদনকারীদের উদ্দেশ্যে এই পদে নিয়োগের বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদনের তারিখ , আবেদন ফি এবং অন্যান্য সামগ্রিক বিষয় নিচে আলোচনা করা হল ।
শূন্য পদঃ
৩৩৮টি (Gen ১৭৬, SC ৭৪, ST 34, OBC-A 34, OBC-B 24, PH 10)যোগ্যতাঃ
আবশ্যিক –
১. অনার্স গ্র্যাজুয়েট অথবা মাস্টার ডিগ্রি
২. বি.এড
৩. বাংলা / নেপালি ভাষা বলা ও লেখার ক্ষেত্রে দক্ষতা
অগ্রাধিকার –
১. বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা
২. পাঠক্রম বহির্ভুত কার্যকলাপ ব্যবস্থাপন করা
বেতনক্রম –
৯০০০ টাকা – ৪০৫০০ টাকা । গ্রেড পে – ৪৭০০ টাকা
বয়সঃ
৩৬ বছরের কম।(SC ও ST দের ৫ বছর, OBC দের ৩বছর ও PH দের ৯ বছর ছাড় আছে)আবেদনের তারিখঃ
১৭ই জুলাই থেকে ৬ই আগস্ট ২০১৮আবেদন ফিঃ
১৬০টাকা + ব্যাঙ্ক চার্জ (SC, ST, PH দের টাকা লাগবে না।)নির্বাচন পদ্ধতিঃ
প্রথমে screening test (অবজেক্টটিভ টাইপ লিখিত পরীক্ষা) তারপরে ইন্টারভিউ।Screening Test এর সিলেবাসঃ
100 MarksEducation 50 Marks + General Studies 25 Marks + Arithmetic 25 Marksসময়ঃ
১ঘন্টা ৩০ মিনিট।
অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন এখান থেকে – 
অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
CLICK HERE
KARMASATHE ANDROID APP টি ডাউনলোড করুন – 
ADVERTISEMENT FOR RECTT. TO THE POSTS OF SUB-INSPECTOR OF SCHOOLS IN THE WEST BENGAL SUBORDINATE EDUCATIONAL SERVICE UNDER THE SCHOOL EDUCATION DEPARTMENT, GOVT. OF WEST BENGAL. ADVT. NO. 22/2018