
Agniveer Apply 2023 : অগ্নিবীর পদে আবেদন শুরু হল । জানুন খুঁটিনাটি ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Agniveer Apply 2023 ) । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের সামনে একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।
আমাদের Whatsapp গ্রুপ Join Now
ভারতীয় স্থলবাহিনীর অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পডে অগ্নিবীর (জেনারেল দিউতি) , অগ্নিবীর(টেকনিক্যাল) , অগ্নিবীর ( আভিয়েশন এন্ড আমিউনেশন ), অগ্নিবীর ( ক্লার্ক ) , অগ্নিবীর (ট্রেডসম্যান) পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত শুরু হয়েছে । পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে ১৬ ই ফেব্রুয়ারি থেকে ১৫ ই মার্চের মধ্যে ।
Agniveer Apply 2023
কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা , দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনিপূর , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , হাওড়া জেলার প্রার্থীদের থেকে ।
বহরুমপূর আর্মি রিক্রুটিং অইসের মাধ্যেম নেওয়া হবে মুর্শিদাবাদ , নদীয়া , বীরভূম , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , জেলার প্রার্থীদের থেকে ।
ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে উত্তর ২৪ পোড়গোণা হুগলী , বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রার্থীদের থেকে নেওয়া হবে ।
শিলিগুড়ি আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে জলপাইগুড়ি , দার্জিলিং , আলিপুরদুয়ার , মালদা , কালিম্পং উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর , কোচবিহার জেলার প্রার্থীদের থেকে ।
শিলিগুড়ি (সিকিম)আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে সিকিম ,পশ্চিম সিকিম , উত্তর সিকিম ও দক্ষিণ সিকিম জেল্লার প্রার্থীদের থেকে ।
কোন পদে কি যোগ্যতা –
নীচে কোন পদের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা বিস্তারিত দেওয়া হল । যথা –
অগ্নিবীর (জেনারেল ডিউটি ) –
মোট অন্তত ৪৫ % নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে থাক্লীই পদে আবেদনের যোগ্য । হালকা পদের জন্য বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন ।
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৯ সেমি , বুকের ছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি । আর ওজন হতে হবে ৫০ কেজি ।
আরও পড়ুনঃ Barrackpore Cantt Gov in Recruitment 2023 : রাজ্যের এই অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
বয়স –
বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে ।
অগ্নিবীর (ট্রেডসম্যান – মাধ্যমিক পাশ) –
মাধ্যমিক পাশ ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন ।
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৯ সেমি , বুকের ছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি । আর ওজন হতে হবে ৫০ কেজি ।
বয়স –
বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে ।
অগ্নিবীর (ট্রেডসম্যান – ক্লাস এইট পাশ) –
ক্লাস এইট পাশ ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন ।
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৯ সেমি , বুকের ছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি । আর ওজন হতে হবে ৫০ কেজি ।
বয়স –
বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে ।
আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
অগ্নিবীর (টেকনিক্যাল) –
ফিজিক্স , কেমিস্ত্রি , অংক ও ইংরাজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থালে অয়ার প্রতিটি বিষয়ে অন্তত্ ৪০ % নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য আবেদনের যোগ্য । বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৯ সেমি , বুকের ছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি । আর ওজন হতে হবে ৫০ কেজি ।
বয়স –
বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে ।
অগ্নিবীর ক্লার্ক / স্টোর কিপার টেকনিক্যাল –
আর্টস , সায়েন্স ও কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর ও উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে ৫০ % নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য ।
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬৯ সেমি , বুকের ছাতি ফুলিয়ে ৮২ সেমি ও না ফুলিয়ে ৭৭ সেমি । আর ওজন হতে হবে ৫০ কেজি ।
বয়স –
বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে ।
বেতন –
উপরের সব পদের বেলায় ৪ বছরের চুক্তিতে কাজ করতে হবে । শুরুতে ৬ মাসের মিলিটারি ট্রেনিং । ট্রেনিং চলার সময় স্তাইপেন্ড পাবেন । প্রথম বছর মাইনে পাবেন মাসে ৩০ হাজার টাকা । দ্বিতীয় বছর মাসে ৩৩ হাজার টাকা । তৃতীয় বছর ৩৬ হাজার ৫০০ টাকা । চতুর্থ বছর মাসে ৪০ হাজার টাকা । এছাড়াও নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা রয়েছে ।
নির্বাচন পদ্ধতি –
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে ১৭ ই এপ্রিল থেকে । অনলাইন পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটিং অফিসের অধীন জেলার প্রার্থীদের শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে । তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা ।
আমাদের Whatsapp গ্রুপ Join Now
শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন ?
নিম্নলিখিত ডকুমেন্ট গুলির অরিজিনাল কপির সাথে গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা ২ কপি জেরক্স । যথা –
১. মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক , গ্র্যাজুয়েট ও অন্যান্য কোনও শিক্ষা গত যোগ্যতা থাকলে টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট , অ্যাডমিট কার্ড , মার্কশিট , ও বোর্ড সার্টিফিকেট ।
২. ক্লাস এই পাশ কিংবা কিংবা মাধ্যমিকে অকৃতকার্য হলে বা মাধ্যমিক পাশ হলে ডিসট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ও ডিসট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট ।
৩. গ্রাম প্রধান বা চেয়ারম্যানের দেওয়া গোল স্ট্যাম্প (ডেজিগনেশন সহ) মারা লেটার হেডে ৬ মাসের পুরনো নিজের ছবি সহ ক্যারেক্টার সার্টিফিকেট । ২১ বছরের কম বয়স হলে ক্যারেক্টার সার্টিফিকেটে “He is unmarried ” কথাটি লেখা থাকতে হবে ।
৪. জেলাশাসক / এস ডি এম , এস ডি ও র দেওয়া ১ ভচরের পুরনো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ।
৫. তপশিলি উপজাতি (আদিবাসী) রা দেবেন জেলা জেলাশাসক / এস ডি এম , এস ডি ও র দেওয়া কাস্ট সার্টিফিকেট ।
৬. ২০ কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো (৩ মাসের বেশি পুরনো হওয়া চলবে না )
৭. ব্যাঙ্ক আকাউন্ট , প্যান কার্ড , আধার কার্ড ।
৮. আডমীট কার্ডের প্রিন্ট আঊট ।
বিস্তারিত জাণার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
আরও পড়ুনঃ Rupashree Prakalpa Recruitment 2023 : রুপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অনলাইনে । সেক্ষেত্রে নিচের ধাপগুই অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান । নীচে লিঙ্ক দেওয়া হল ।
২. এবার অনলাইন ফর্ম পূরণ করুন ।
৩. যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ।
৪. বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে ।
৫. আবেদন ফি জমা দিন । নীচে আবেদন ফি সংক্রান্ত তথ্য দেওয়া হল ।
৬. এবার নিজের আপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে রাখুন ।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
আবেদন ফি –
আবেদন ফি ২৫০ টাকা । অনলাইনে ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড , ভিম ইউ পি আই প্রভৃতি পদ্ধতিতে আবেদন ফি জমা দেওয়া যাবে ।
আবেদনের সময়সীমা –
আবেদন করতে পারবেন ১৬ ই ফেব্রুয়ারি থেকে ১৫ ই মার্চ পর্যন্ত ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
আবেদনের সময় সীমা | ১৬/০২/২৩ থেকে ১৫/০৩/২০২৩ |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন করুন | Apply Now |
আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
- JIO Institute Careers : রিলায়েন্স জিও কোম্পানিতে কর্মী নিয়োগSpread the love Jio Institute Careers : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য jio কাস্টমার কেয়ারে লোক নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join …
- NSC Interest Rate : পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে হতে পারেন কোটিপতিSpread the loveNSC Interest Rate : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের পোস্ট অফিসের NSC স্কিম সম্পর্কিত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now NSC Interest Rate …
- Librarian Recruitment 2023 : সরকারি গ্রন্থাগারে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগSpread the love Librarian Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য রাজ্যের সরকারি গ্রন্থাগারে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ …
- ASHA Karmi Job 2023 : হাজার হাজার আশাকর্মী নিয়োগের ঘোষণা মমতারSpread the loveASHA Karmi job 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য আশা কর্মী, অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ এর তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের …
- MTS Job Vacancy : রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveMTS Job Vacancy 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য রাজ্যে MTS নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now …