
ব্যাঙ্কে আকাউন্ট থাকলে দেখুন পাল্টে যেতে পারে নিয়ম
Banking hours may be change in west bengal for coronavirus pandamic : করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবন ধারন পদ্ধতি । সমাজের সর্বত্র করোনা মোকাবিলায় প্রত্যেকে নিজের মত করে নতুনভাবে সাজিয়ে নিয়েছে । মানুষের জীবনধারন যেমন পাল্টেছে তেমন জীবিকার ধরনও । শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম । মানুষ বাড়িতে বসেই অফিসের সমস্ত কাজ করছেন ।
তবে এতকিছু পরিবর্তনের পরও কয়েকটি পুলিশ , সাফাই কর্মচারী , স্বাস্থ্য কর্মীদের মত কিছু ক্ষেত্রে কোন পরিবর্তন হয়নি । বরং বেড়েছে তাদের চাপ । এমনি একটি ক্ষেত্রে হল ব্যাঙ্ক । ব্যাঙ্কের কর্মিদের অফিস যেতেই হয় । প্রতিনিয়ত মানুষের সাথে সরাসরি যোগাযোগ রেখে তাদের কাজ করতে হয় । ফলে তাদের করোনা আক্রান্ত হওয়ার ভয় বা সুযোগ দুটোই বেশি থাকে ।
এমতাবস্থায় ব্যাঙ্ক কর্মিদের একাংশ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন যদি তাদের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যায় । মুখ্যমন্ত্রী আজ ঘটনার উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে । এবং তিনি মুখ্য সচিবকে একটি প্রস্তাব দেন ব্যাঙ্কের অয়ার্কিং আওয়ারে পরিবর্তন সংক্রান্ত ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছেন যদি ব্যাঙ্কিং এর সময়সীমা দুপুর দুটো পর্যন্ত করা যায় । একইসাথে শনিবার ও রবিবার ছুটি দেওয়া যায় কিনা এবিষয়েও দেখতে বলেছেন মুখ্যসচিবকে । তিনি বলেছেন এর ফলে ব্যাঙ্কের কর্মিরা কিছুটা হলেও অবকাশ পাবেন । এবং নব উদ্যমে কাজ করতে পারবেন ।
মুখ্যমন্ত্রীর আজকের এই প্রস্তাবের পর হতেই পারে আগামীদিনে ব্যাঙ্কের সময়সীমা কমে গিয়ে দুপুর দুটো পর্যন্ত হতে পারে । একইসাথে শনি রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখাও হতে পারে । তবে এটি শুধুমাত্র করোনা কালে , চিরকালীন নয় । তবে এইবিসয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে এবিষয়ে পদক্ষেপ নেওয়া যায় কিনা দেখতে বলেছেন ।
2 comments
তাহলে হলে পেট্রল পাম্পে যারা ১২ ঘন্টা কাজ করছে তাদের কি হবে দিদি
বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিলে সকলের জন্যই মঙ্গল ।