
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না বললেন মুখ্যমন্ত্রী
CM Mamata Banerjee directed do not conduct university college exam for coronavirus pandemic situation : কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে না । স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা হবে কিনা এই নিয়ে ইউজিসি এবং রাজ্য সরকারের দ্বিমুখী নীতিতে ফেঁসে রয়েছে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ।
মার্চ এপ্রিল নাগাদ ইউজিসি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার বিষয়টি পুরোপুরি রাজ্যের উপর ছেড়ে দেয় । সেই মত বিভিন্ন রাজ্য তাদের পদক্ষেপ নিতে শুরু করেছে । পশ্চিমবঙ্গের বিশ্ব বিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শিক্ষামন্ত্রী । এবং সেখান থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা নেওয়া হবে না । সেই মতই ছাত্র ছাত্রীদের মূল্যায়ন কিভাবে করা হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।
কিন্তু জুলাই মাসের ইউজিসি পুনরায় নতুন গাইডলাইন প্রকাশ করে । সেখানে বলা হয় প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত বছরের পরীক্ষা নিতেই হবে । এবং সেটি সম্পন্ন করতে হবে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে । তারপরেই শুরু হয় বিতর্ক । রাজ্য সাফ জানিয়ে দেয় পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি প্রায় শেষ এই মুহুর্তে নতুন করে আর পরীক্ষা নেওয়া সম্বব নয় । অন্যদিকে ইউজিসি জানিয়ে দেয় পরীক্ষা না নিলে নেওয়া হতে পারে ব্যবস্থাও ।
এই পরিপ্রেক্ষিতে রাজ্যপালও সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসেন । তিনি বলেন রাজ্য কেন্দ্রের এই দ্বন্দে যেন ছাত্র ছাত্রীদের একটি বছর নষ্ট না হয়ে যায় । শিক্ষামন্ত্রীও এই প্রসঙ্গে বারবার জানিয়েছেন পরীক্ষা নেওয়া হবে না । অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রিকে চিঠিও লেখেন ।
এমতাবস্তায় গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও ছাত্র ছাত্রীদের পরীক্ষার প্রসঙ্গ তোলেন এবং বলেন তিনি শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়েছেন ইউজিসির পূর্বেকার গাইডলাইন অনুসারে কাজ করতে ।
পূর্বেকার গাইডলাইন অর্থাৎ প্রত্যেক রাজ্য তাঁর নিজের মত করে সিদ্ধান্ত নেবে । মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির কথা উল্লেখ করে জানান বর্তমান পরিস্থিতি কোনভাবেই পরীক্ষা নেওয়ার উপযুক্ত নয় । ছাত্রছাত্রীদের স্থাস্থ্যের কথা ভেবে ইউজিসির পূর্বেকার গাইডলাইন অনুসারে রাজ্যের নেওয়া সিদ্ধান্ত হল পরীক্ষা নেওয়া হবে না । সেইকারণে এই সিদ্ধান্তকেই মুখ্যমন্ত্রী রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং কলেজের পরীক্ষার ক্ষেত্রে কার্যকরী করতে বলেছেন ।
27 comments
Skip to comment form
It is punishable offense to take exam. in this extreme situation.
Kadom e noy , ai poristhitite kono vabe exam neoya jai na , tr upojukto bohu karon ache.
No exam in this hard pandemic situation.
No
Ey situation e examination is not possible.
Exam should not be taken in this covid situation. Basically I’m read zone under. I requested final year candidates are assessment of pre -exam .
Ekdom e na…keno ki erom obosthai karor e sorir ba mon er obostha valo noi…
No
এই পরিস্থিতিতে exam হলে students der প্রাণ সংশয় হতে পারে, UGC দেশের ভবিষ্যত প্রজন্মকে এ ভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারে না.
Akhono jodi keu bole j exam neuya badhhota mulok tahole ami bolbo ter rachi jauya uchit ..eta final year ..last 2year dhore exam di66i se gulo ki beker j akhon bol6e j ki hisabe no debe …are last 2year a amader joggota jodi na bujhe thake tahole r kiÿu boler nai
Ekdom na jibon na pariksha baro bolben
No
No
No exam
না। পরীক্ষা নিলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।
No Exam
Exa m na niye project wayes kore deya dokr … Jate tara motamotoi sobi gore soman number pai
এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে ছাত্র ছাত্রীদের জীবনের দায়িত্ব কি ugc বা কেন্দ্রীয় সরকার নেবে।এই বিষয়ে আমি রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের সহমত।আমার মতে ছাত্রছাত্রী দের শারীরিক ও মানসিক দিকটি মাথায় রেখে ।পরীক্ষা না হওয়াই ভালো।
No exam
It is not feasible to conduct exams in such trying times.Let the Universities publish the final year/semester results on the previous guidelines…Calculating on the performance of the previous exams,,, an option may be given– if anyone feels deprived, dissatisfied or wish to continue any further studies,,they should apply and only for those students exam can be conducted in September/October,, it will surely be 10 % to 20% of the students,,which can be arranged easily in offline/ online or blended mode.The UGC should also think on this line and should not force the Universities to conduct in full swing which is impossible with the ever increasing number of the pandemic.
No
Akhon AI voyaboho poristhitite exam neoya mane amader mrityur mukhe theke fela. UGC r kotodin AI vul podokhep nebe?UGac er amon sidhanto paltano dorkar Karon age jibon tarpor sob Kichu. Sob board jekhane exam nichhe na sekhane enara ki kore amon vul shidhanto nite paren.
In this situation, exam is a worthless decision for the students.
Exam na neo ucit. Jehetu day by day corona patients increase ho66e.amar aerate 2 to covid patient a6e.
No exam…kono vabei exam neoa eii poristhitite uchit na
Kono vabay exam neya jaba na .
UGC কি ঘুমিয়ে থাকে? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগের M.Sc. in Physics এর Part-2 এর 2018,2019,2020 এর কোনো পরীক্ষা হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের ঐ বিভাগ রাখার কী দরকার?