
কোস্ট গার্ডে ২৫ জন অফিসার || যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ
coast guard recruitment 2021 : কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূলরক্ষীবাহিনী (ইন্ডিয়ান কোস্টগার্ড), গ্ৰুপ ‘এ’ গেজেটেড অফিসার পদ মর্যাদার ‘অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যার’ পদে ও.বি.সি আর তপশিলী সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ২৫ জন ছেলেমেয়ে নিচ্ছে।
যোগ্যতা :―মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫৫%) নম্বর পেয়ে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫৫%) নম্বর পেয়ে যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং গ্ৰ্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন।
বয়স :― জন্ম তারিখ হতে হবে ১-৭-১৯৯৬ থেকে ৩০-৬-২০২০-র মধ্যে।
মূল মাইনে :― ৫৬,১০০ টাকা।
শরীরের মাপজোখ :― লম্বায় অন্তত ১৫৭ সেমি (ত্রিপুরা, অসম, ও গোর্খাদের বেলায় ১৫২ সেমি), বুকের ছাতি সুসামঞ্জস্য পূর্ণ ও অন্তত ৫ সেমি প্রসারণক্ষম আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯ ও চশমা সহ উভয় চোখে ৬/৬।
শূন্য পদ :― ও.বি.সি ৬, তপশিলী জাতি ৫ টি, ও তপশিলী উপজাতি ১৪ টি।
শুরুতে দুবছর প্রবেশন। ট্রেনিং হবে কেরলের ইঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে। ট্রেনিং এর সময় স্টাইপেন্ড পাবেন এছাড়া আছে অন্যান্য সুযোগ সুবিধা।
খেলাধূলায় দক্ষতা বা এন.সি.সি সার্টিফিকেট থাকলে গুরুত্ব পাবেন। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের শতকরা হার আর খেলাধূলা ও এন.সি.সি র সার্টিফিকেট দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের’সিলেকশন টেস্ট/ইন্টারভিউ’ -এর ‘কল লেটার’ পাঠানো হবে। প্রথমে প্রিলিমিনারি সিলেকশন টেস্ট হবে ২০ জানুয়ারি থেকে ২০ ফ্রেব্রুয়ারির মধ্যে।
ঠিকানা :― কোস্ট গার্ড রিজিওন্যাল হেডকোয়ার্টার্স (নর্থ ইস্ট), সিন্থেসিস বিজনেস পার্ক, সপ্তম তল, স্বরাচি বিল্ডিং, নিউ টাউন, রাজারহাট, কলকাতা-১৬১।
পরীক্ষায় থাকবে :― জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট বা কগনিটিভ অ্যাপ্টিটিউট টেস্ট, পিকচার পারসেপশন ও গ্ৰুপ ডিসকাশন। সফল হলে মেন পরীক্ষায় সাইকোলজিক্যাল টেস্ট, গ্ৰুপ টেস্ট ও ইন্টারভিউ হবে নয়ডা ও চেন্নাইয়ে। সবশেষে ডাক্তারি পরীক্ষা হবে দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে। মেধা তালিকা বেরোবে মে মাস নাগাদ। প্রথমে ২ সপ্তাহের ‘প্রি-ন্যাভাক ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্ৰ্যাম’ হবে নয়াডায়। সফল হলে বেসিক ট্রেনিং শুরু জুনে, ইঝিমালায়। পরীক্ষা দিতে জাতায়াতের রেলভাড়া পাবেন। ২–৩ দিন থাকার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবেন।
দরখাস্ত করবেন :― দরখাস্ত করবেন অনলাইনে ২৭ ডিসেম্বরের মধ্যে।
এই ওয়েবসাইটে :― www.joinindiancoastguard.gov.in অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে।
এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে Recruitment of Assistant Commandant General Duty for Men Special Recruitment Drive (SRD) for OBC/ SC /ST / 02/2021 Batch (SRD) এ ক্লিক করে যে ব্রাঞ্চে দরখাস্ত করতে চান তা সিলেক্ট করুন । এবার যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ২ কপি প্রিন্ট করে নেবেন। ওই প্রিন্টে রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার তারিখ, স্থান ও সময় উল্লেখ থাকবে। প্রার্থী বাছাই পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন ওই ফর্মের ২ কপি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ক্যারেক্টার সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেটর প্রত্যয়িত নকল ও মূল কপি, ১৪ কপি পার্শপোট মাপের রঙিন ফটো। (ফর্মের নিদির্ষ্ট জায়গায় সাঁটবেন) এন.সি.সি ও স্পোর্টস সার্টিফিকেট মূল ও প্রত্যয়িত নকল।
শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- CPPRI Recruitment 2023 : কেন্দ্রীয় কাগজ অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগSpread the loveCPPRI Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now CPPRI Recruitment 2023 সমস্ত … Read more
- Asha Karmi Apply Opportunity : আশাকর্মী নিয়োগে পুনরায় আবেদন শুরু! কারা পাচ্ছেন সুযোগ?Spread the loveAsha Karmi Apply Opportunity : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের … Read more
- AIIMS Kalyani Recruitment : কল্যাণী এইমসে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveAIIMS Kalyani Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now AIIMS Kalyani Recruitment সমস্ত … Read more
- Multi Tasking Staff : ন্যাশানাল ইনস্টিটিউট অফ প্ল্যান্ট জিনোম রিসার্চে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveMulti Tasking Staff : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Multi Tasking Staff সমস্ত … Read more
- Gorkha Training Centre Recruitment : গোর্খা ট্রেনিং সেন্টারে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveGorkha Training Centre Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Gorkha Training Centre … Read more