DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৩

Spread the love

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৩

General Knowledge – 3 : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন –

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ৩

১. আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ লাঘব দিবস কোনটি?

ক) ১৩ অক্টোবর
খ) ১০ ডিসেম্বর
গ) ২৯ডিসেম্বর
ঘ) কোনোটিই নয়

উঃ (ক) ১৩অক্টোবর

২.উত্তর গোলার্ধে কত রকমের মহাদেশীয় জলবায়ু আছে?

ক) ২রকমের
খ) ৩ রকমের
গ) ৪ রকমের
ঘ) ৫ রকমের

উঃ (খ) ৩ রকমের

৩. নিম্নলিখিত কোন জায়গাটিতে চিপকো আন্দোলন হয়েছিলো?

ক) পশ্চিমঘাটে
খ) সুন্দরবনে
গ) গাড়োয়াল হিমালয়ে
ঘ) কেরলে

উঃ(গ) গাড়োয়াল হিমালয়ে

৪.পরিবেশ দূষণ করে এমন বিদ্যুৎ শক্তি হলো–

ক) জোয়ার ভাটা শক্তি
খ)জল বিদ্যুৎ শক্তি
গ) তাপবিদ্যুৎ শক্তি
ঘ) পরমাণু বিদ্যুৎ শক্তি

উঃ (ক) জোয়ার ভাটা শক্তি

৫. ডিপথেরিয়া রোগের কারণ কী?

ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) প্রোটোজোয়া
ঘ) নিমাটেড

উঃ (খ)ব্যাকটেরিয়া

৬. কোন অঞ্চলে বেশি ভূমিকম্প হয়?

ক) আল্পস হিমালয়
খ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
গ) বাল্টিক সাগর অঞ্চল
ঘ) আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল

উঃ খ)প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

৭. কাকে ‘সেচ পরিকল্পনার জনক’ বলা হয়?

ক) ইলতুৎমিস
খ) মহম্মদ – বিন- তুঘলক
গ) ফিরোজ তুঘলক
ঘ) আলাউদ্দিন খলজি

উঃ (গ) ফিরোজ তুঘলক

৮. মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন?

ক) নর্মদা
খ) তাপ্তি
গ) ঋজুপালিকা
ঘ) গোদাবরী

উঃ(গ) ঋজুপালিকা

৯. কাশ্মীরি হরিণদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য হলো-

ক) চন্দ্রপ্রভা অভয়ারণ্য
খ) দচিগ্রাম অভয়ারণ্য
গ) পেরিয়ার অভয়ারণ্য
ঘ) সোমেশ্বর অভয়ারণ্য

উঃ (খ)দচিগ্রাম অভয়ারণ্য

১০. পরিনমন বলতে কী বোঝায়?

ক) মানসিক বিকাশ
খ) পেশি স্নায়ুতন্ত্র এর বিকাশ
গ) সাংস্কৃতিক বিকাশ
ঘ) সামাজিক বিকাশ

উঃ (খ) পেশি স্নায়ুতন্ত্র এর বিকাশ

১১. ‘ ক্লিষ্ট ‘ শব্দটির পদান্তর হবে–

ক) ক্লিষ্টতা
খ) ক্লেশ
গ) কেষ্ট
ঘ) ক্লিষ্টনীয়

উঃ(খ) ক্লেশ

১২. গুপ্ত রাজারা কিসের উপাসক ছিলেন?

ক) বিষ্ণুর
খ) শিবের
গ) শক্তির
ঘ) লক্ষ্মীর

উঃ (ক) বিষ্ণুর

১৩. ১৮৫৭ -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?

ক)নানাসাহেব
খ) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
গ)বাহাদুর শাহ জাফর
ঘ) কোনোটিই নয়

উঃ(গ) বাহাদুর শাহ জাফর

১৪. দামোদর নদীর উৎস কোনটি?

ক) পাঞ্চেত পাহাড়
খ) জোরান্ডা জলপ্রপাত
গ) রাজমহল পাহাড়
ঘ) রাজরাপ্পা জলপ্রপাত

উঃ(গ)রাজমহল পাহাড়

১৫ . পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক)পোড়ামাটি
খ)রেশম
গ)মাদুর
ঘ)লাক্ষা

উঃ (গ)মাদুর

১৬. পৃথিবীর গড় তাপমাত্রা কত?

ক) ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড
খ) ২৩ ডিগ্রী সেন্টিগ্রেড
গ) ২৪ ডিগ্রী সেন্টিগ্রেড
ঘ) ২০ ডিগ্রী সেন্টিগ্রেড

উঃ (ক) ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড

১৭. পৃথিবীর প্লেটের নীচে যে যে স্ফিয়ার আছে তার নাম কী?

ক) সাবলিথিস্ফিয়ার
খ) অ্যসথেনোস্ফিয়ার
গ) আগ্নেয় স্ফিয়ার
ঘ) কোনোটিই নয়

উঃ (খ) অ্যসথেনোস্ফিয়ার

১৮. জগদীশ চন্দ্র বোস উদ্যান কবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) ১৭৮৭ খ্রিস্টাব্দে
খ) ১৭৮৮ খ্রিস্টাব্দে
গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে

উঃ (ক) ১৭৮৭ খ্রিস্টাব্দে

১৯. বীরভূমের কোন গ্রামে জাতীয় সংরক্ষণের পরিচয় পাওয়া যায়?

ক) বিরলা
খ) সবং
গ) পাপারিয়া
ঘ) কোনোটিই নয়

উঃ (গ) পাপারিয়া

২০. কে প্রথম গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেন?

ক) আরহেনিয়াস
খ) ওডাম
গ) স্ট্যানলে
ঘ) স্টিফেন সেনেইডার

উঃ। (ঘ) স্টিফেন সেনেইডার

২১. কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দিয়েছিলেন?

ক ) ফিরোজ তুঘলক
খ) আলাউদ্দিন খলজী
গ) বিন তুঘলক
ঘ) গিয়াসউদ্দিন বলবন

উঃ (ক ) ফিরোজ তুঘলক

২২. নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ –

ক) টিটিকাকা হ্রদ
খ) বৈকাল হ্রদ
গ) চিলকা হ্রদ
ঘ) সুপিরিয়র হ্রদ

উঃ(খ) বৈকাল হ্রদ

২৩. বেলেপাথর হলো-

ক) উদবেদী আগ্নেয় শিলা
খ) রূপান্তরিত শিলা
গ) নিঃসারী আগ্নেয় শিলা
ঘ) পাললিক শিলা

উঃ (ঘ) পাললিক শিলা

২৪. ক্ষেত্রী প্রকল্প নিচের কোনটি উৎপাদনে বিখ্যাত?

ক) দস্তা
খ) ইস্পাত
গ) তামা
ঘ) ম্যাঙ্গানিজ

উঃ (গ) তামা

২৫. নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান-

ক) দক্ষিণ আফ্রিকা
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) জাপান

উঃ(গ) নিউজিল্যান্ড

২৬. ১৯৪৬ খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন–

ক) জওহরলাল নেহেরু
খ) ড. রাজেন্দ্র প্রসাদ
গ) ড. বি আর আম্বেদকর
ঘ) ড. সচ্চিদানন্দ সিনহা

উঃ (ঘ) ড. সচ্চিদানন্দ সিনহা

২৭. নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়?

ক) গিফট চেক
খ) ডিমান্ড ড্রাফট
গ) ক্রেডিট কার্ড
ঘ) বিয়ারার চেক

উঃ (গ) ক্রেডিট কার্ড

২৮. নিচের কোনটি পরোক্ষ কর নয়?

ক) বিক্রয় কর
খ) প্রমোদ কর
গ) সম্পত্তি কর
ঘ) অন্তঃ শুল্ক

উঃ (গ) সম্পত্তি কর

২৯. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিলো?

ক) তৃতীয়
খ) চতুর্থ
গ) পঞ্চম
ঘ) ষষ্ঠ

উঃ(ক) তৃতীয়

৩০. পেট্রোল পাম্প থেকে কি গ্যাস নির্গত হয়?

ক) কার্বন মনোক্সাইড
খ) টলুইন
গ) বেঞ্জিন
ঘ) সালফার ডাই অক্সাইড

উঃ(গ) বেঞ্জিন