DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১১

Spread the love

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১১

General Knowledge questions with answers : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন

CLICK HERE TO JOIN WHATSAPP GROUP

CLICK HERE TO JOIN FACEBOOK GROUP

CLICK HERE TO BUY PRIMARY TET EVS BOOK

CLICK HERE TO BUY PRIMARY TET CDP BOOK

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ১১

১.  আচরনবাদ হলো-

ক) অলৌকিক বিষয়

খ)  শিক্ষার্থীর অভ্যাস গঠন

গ)  মনোবিজ্ঞানের তত্ত্ব

ঘ)  অভিযোজন

উঃ (গ)  মনোবিজ্ঞানের তত্ত্ব

২.  ব্যাকরণ হলো-

ক)  ভাবের বহন

খ)   ভাষার বিজ্ঞান

গ)  বিশেষ জ্ঞান

ঘ) ব্যাবহারিক জ্ঞান

উঃ (খ)   ভাষার বিজ্ঞান

৩.  শ্রেণীকক্ষের এক অপরিহার্য উপাদান হলো-

ক)  গান

খ)  চলভাষ

গ)  গ্রামোফোন

ঘ)  ব্ল্যাকবোর্ড

উঃ (ঘ)  ব্ল্যাকবোর্ড

 ৪.  ‘আরোহী’  পদ্ধতিটি কোন শিক্ষা বিষয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত?

ক) শিক্ষাবিজ্ঞানের

খ)  দর্শনশাস্ত্রের

গ) তর্কবিজ্ঞানের

ঘ)  অঙ্কশাস্ত্রের

উঃ (গ) তর্কবিজ্ঞানের

৫.  নিচের কোনটি প্রায় সমার্থক শব্দ দ্বৈত ?

ক)  গল্প গুজব

খ)   দেখে শুনে

গ)   হেসে খেলে

ঘ)    দেনা পাওনা

উঃ (ক)  গল্প গুজব

৬.  মৌলের বহু রূপতা নিচের যে সম্ভাব্য কারনের জন্য হয়-

ক)  পদার্থের গলনাঙ্ক

খ)  পদার্থের ঘনত্ব

গ)  পারমানবিক গুরুত্ব

ঘ)   পরমাণুর বিন্যাস

উঃ (ঘ)   পরমাণুর বিন্যাস

৭.  ম্যাগনেসিয়ামের আকরিক নয়-

ক)  কার্নালাইট

খ)  কাইরেসাইট

গ)  কোরান্ডাম

ঘ)  ম্যাগনেটাইট

উঃ (গ)  কোরান্ডাম

৮.   কোনো ঘটনার ( দৃশ্য ও শব্দের ) ত্রিমাত্রিক নথিভুক্তকরণের পদ্ধতিকে বলা হয়-

ক)  অডিওগ্রাফি

খ)  ফোটোগ্রাফি

গ)   হলোগ্রাফি

ঘ)  লেক্সিকোগ্রাফি

৯. নিচের কোন প্রাকৃতিক ঘটনা সংস্কৃত ভাষায় ” মৃগ তৃষ্ণা ” নামে পরিচিত?

ক)  রামধনু

খ)  সূর্যালোক

গ)  মরীচিকা

ঘ)  ভূমিকম্প

উঃ (গ)  মরীচিকা

১০. সূর্যের গ্রহ গুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা ভারী-

ক) পৃথিবী

খ)  মঙ্গল

গ)  বুধ

ঘ)  শুক্র

উঃ ক) পৃথিবী

১১.  পৃথিবীর বয়স নির্ণয় করতে ব্যবহৃত হয়

ক) ইউরেনিয়াম ডেটিং

খ)  কার্বন ডেটিং

গ)  পারমানবিক ঘড়ি

ঘ)  বায়োলজিক্যাল ঘড়ি

উঃ (ক) ইউরেনিয়াম ডেটিং

১২.   সৌর বর্ণালী প্রকৃতপক্ষে-

ক) রেখা শোষণ বর্নালি

খ)  পটি শোষণ বর্নালি

গ) নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্নালি

ঘ) রেখা নিঃসরণ বর্নালি

উঃ (গ) নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্নালি

১৩. আমরা যে ছায়াপথে বাস করি তার গঠন মোটামুটি কি রকম?

ক)  গোল বলের মতো

খ)  ছুচের মতো

গ)  চৌকো

ঘ)  স্ক্রু-র পাকের মতো ঘোরালো কিন্তু চ্যাপ্টা

উঃ (ঘ)  স্ক্রু-র পাকের মতো ঘোরালো কিন্তু চ্যাপ্টা

১৪. চুম্বকের উভয় মেরুর আকর্ষণ ক্ষমতা-

ক) সমান

খ)  অসমান

গ) উত্তর মেরুর ক্ষমতা বেশি

ঘ)  কোনোটিই নয়

উঃ (ক) সমান

১৫.  প্রাকৃতিক গ্যাস সংগ্রহে শ্রেষ্ঠ দেশটি হলো-

ক)  রাশিয়া

খ)  আমেরিকা যুক্তরাষ্ট্র

গ)  চিন

ঘ)  ফ্রান্স

উঃ (ক)  রাশিয়া

১৬. ওক গাছের ছাল থেকে পাওয়া যায়-

ক)  ধুনো

খ)  ট্যানিন

গ)   হিং

ঘ)   চিকন

উঃ (খ)  ট্যানিন

১৭  .   পৃথিবীর মিষ্টিজল সর্বাধিক ব্যবহৃত হয়-

ক)  জলসেচে

খ)   শিল্প ও বিদ্যুৎ-এ

গ)   পানীয় হিসেবে

ঘ)   গৃহস্থের কাজে

উঃ (ক)  জলসেচে

১৮.  পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি হলো

ক)  বোম্বেহাই

খ)  ঘাওয়ার

গ)   সাঙ্গানিয়া

ঘ)   আমাজরি

উঃ (গ)   সাঙ্গানিয়া

১৯.   প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য-

ক)  চাহিদা কমানো দরকার

খ)  সম্পদের পুনর্ব‍্যবহার  দরকার

গ) সরকারি বিধিনিষেধ আরোপ দরকার

ঘ) সম্পদের দাম বাড়ানো দরকার

উঃ (খ)  সম্পদের পুনর্ব‍্যবহার  দরকার

২০.   কোন মশা ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে?

ক)স্ত্রী কিউলেক্স মশা

খ)স্ত্রী এডিস মশা

গ) স্ত্রী এনোফিলিস মশা

ঘ) কোনোটিই নয়

উঃ (খ)স্ত্রী এডিস মশা

২১.   শব্দের  উৎস কে বলা হয়-

ক) প্রতিধ্বনি

খ) শব্দনির্বন্ধ

গ) স্বনক

ঘ) প্রতিফলন

উঃ (গ) স্বনক

২২.  তীক্ষ্ণতা সবচেয়ে বেশি-

ক) বাঘের গর্জনের

খ)  কুকুরের ডাকের

গ)  মশার গুঞ্জনের

ঘ)  ব্যাঙের ডাকের

উঃ (গ)  মশার গুঞ্জনের

২৩. শিখন বৌদ্ধিক বিকাশের ওপর নির্ভর করে-

ক) সর্বদা

খ) মাঝে মাঝে

গ) কখনও নয়

ঘ) গণনার সময়

উঃ (ক) সর্বদা

২৪.  পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা বজায় রেখেছে-

ক) শিলামন্ডল

খ)  জীবমন্ডল

গ) জলমন্ডল

ঘ)  বায়ুমন্ডল

উঃ (ঘ)  বায়ুমন্ডল

২৫.   বারাণসী কোথায় অবস্থিত?

ক)  নিম্নগঙ্গা সমতলভুমি

খ)  মধ্যগঙ্গা সমতলভুমি

গ)   উচ্চগঙ্গা সমতলভুমি

ঘ)   গঙ্গা শতদ্রু দোয়াব

উঃ (খ)  মধ্যগঙ্গা সমতলভুমি

২৬.সিফ হচ্ছে-

ক) মরুভূমি

খ)  উপসাগর

গ)  প্লায়াহ্রদ

ঘ)  বালিয়াড়ি

উঃ (ঘ)  বালিয়াড়ি

২৭.   পশ্চিমবঙ্গে সিঙ্কনা চাষ কোথায় হয়?

ক)  দার্জিলিং

খ)  পুরুলিয়া

গ)  জলপাইগুড়ি

ঘ) বাঁকুড়া

উঃ (ক)  দার্জিলিং

২৮.   জৈনদের প্রথম সম্মেলন কোথায় হয়েছিলো?

ক)  পাটলিপুত্র

খ)  উজয়িনী

গ)  বলভী

ঘ)  জলন্ধ্রর

২৯.  গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়?

ক)শুঙ্গ

খ) কুষান

গ) মৌর্য্য

ঘ) গুপ্ত

উঃ (খ) কুষান

৩০. প্রাচীন প্রস্তর যুগের প্রথম গৃহপালিত পশু-

ক) কুকুর

খ) ভেড়া

গ) ছাগল

ঘ) নীলগাই

উঃ (ক) কুকুর