DMCA.com Protection Status

বিমানবাহিনীতে ১৬৯ অফিসার || যোগ্যতা গ্র্যাজুয়েট

Spread the love
indian air force recruitment 2021
indian air force recruitment 2021

বিমানবাহিনীতে ১৬৯ অফিসার || যোগ্যতা গ্র্যাজুয়েট

indian air force recruitment 2021 : ভারতীয় বিমানবাহিনী তে শর্ট সার্ভিস কমিশনে ‘ফ্লাইং ব্রাঞ্চ’, ‘গ্ৰাউন্ড ডিউটি (টেকনিক্যাল)’, ‘গ্ৰাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল)’, ও ‘ফ্লাইং ব্রাঞ্চে (এন.সি.সি স্পেশাল এন্ট্রি)’, অফিসার পদে ১৬৯ অবিবাহিত তরুণ-তরুণী নেওয়ার যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে।

কারা কোন শাখার জন্য যোগ্য আবার দেওয়া হলো :–


ফ্লাইং ব্রাঞ্চ :–

মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ৩ বছরের গ্ৰ‍্যাজুয়েটরা যোগ্য। মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্ৰি (বি.ই/ বি.টেক) কোর্স পাশরাও যোগ্য।দুই ক্ষেত্রেয় উচ্চমাধ‍্যমিকে ফিজিক্স বা অঙ্ক বিষয়ে পাশ নম্বর পেয়ে থাকতে হবে।


বয়স :– বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছরের মধ্যে।


শূন‍্যপদ :– ৬৯ টি।

গ্ৰাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে নেওয়া হবে এই সব শাখায় :–


অ্যাডমিনিস্ট্রেশন :–

মোট অন্তত ৬০% নম্বর পেয়ে গ্ৰ‍্যাজুয়েটরা যোগ্য।


শূন‍্যপদ :– পার্মানেন্ট কমিশনে ১২ টি ও শর্ট সার্ভিস কমিশনে ১৯ টি।

লজিস্টিক্স :–

মোট অন্তত ৬০% পেয়ে গ্ৰ‍্যাজুয়েটরা যোগ্য।
শূন‍্যপদ :– পার্মানেন্ট কমিশনে ৯ টি ও শর্ট সার্ভিস কমিশনে ১৪ টি।

অ্যাকাউন্টস :–

মোট অন্তত ৬০% নম্বর পেয়ে কমার্স শাখার গ্ৰ‍্যাজুয়েটরা যোগ্য।
শূন‍্যপদ :– পার্মানেন্ট কমিশনে ৬ টি ও শর্ট সার্ভিস কমিশনে ১০ টি।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ১-১-২০২২ র হিসাবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে।


টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এই সব শাখায়

অ্যারোনটিক‍্যাল ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স) :–


ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। এছাড়াও নিচের এইসব ট্রেডে মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ৪ বছরের ডিগ্ৰি বা ইন্টিগ্ৰেটেড পোস্ট-গ্ৰ‍্যাজুয়েট কোর্স পাশ হতে হবে : কমিউনিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ইলেক্ট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স/টেলিকমিউনিকেশন (মাইক্রোওয়েব), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স ইন্সট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি।


শূন‍্যপদ :– পার্মানেন্ট কমিশনে ৪০ টি ও শর্ট সার্ভিস কমিশনে ১৭ টি।

অ্যারোনটিক‍্যাল ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) :


ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। এছাড়াও নিচের এই সব ট্রেডে মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ৪ বছরের ডিগ্ৰি বা ইন্টিগ্ৰেটেড পোস্ট-গ্ৰ‍্যাজুয়েট কোর্স পাশ হতে হবে : অ্যারোস্পেস, অ্যারোনটিক‍্যাল, এয়ারক্র‍্যাফট মেন্টেন‍্যান্স, মেকানিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রোডাকশন), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (রিপেয়ার অ্যান্ড মেন্টেন‍্যান্স), মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং।

বয়স :– বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে।

প্রথমে ৭৪ সপ্তাহের ট্রেনিং শুরু হবে ২০২১ সালের জানুয়ারিতে হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে, ফ্লাইট ক‍্যাডেট হিসাবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে ৮,০০০ টাকা।
শূন‍্যপদ :–পার্মানেন্ট কমিশনে ১২ টি ও শর্ট সার্ভিস কমিশনে ১৭ টি।এন.সি.সি স্পেশাল এন্ট্রি (ফ্লাইং ব্রাঞ্চ) :– অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্ৰি কোর্স পাশরাও যোগ্য। ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। সব ক্ষেত্রে এন.সি.সি র এয়ার উইং সিনিয়র ডিভিশনে ‘সি’ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে।


আবেদন পদ্ধতি

দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ‘এয়ারফোর্স এন্ট্রান্স টেস্ট (AFCAT)’ ও ‘ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট (EKT)’ হবে। পরীক্ষা হবে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ, কলকাতা, কলাইকুন্ডা (খড়গপুর), হাসিমারা, শিলং এয়ারফোর্স ক‍্যাম্পে।


সফল হলে এয়ারফোর্স সিলেকশন বোর্ডের পরীক্ষা হবে দেরাদুন, মাইশোর ও বারাণসীতে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১১ জানুয়ারির মধ্যে।

এই ওয়েবসাইটে

www.careerindianairforce.cdac.in

https://afcat.cdac.in

এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। দরখাস্ত করার আগে পাশর্পোট মাপের রঙিন ফটো স্ক‍্যান করে নিয়ে যাবেন ১০ থেকে ৫০ কে.বি র মধ্যে। এবার পরীক্ষা ফী বাবদ ২৫০ টাকা অনলাইনে দিতে হবে। তবে এন.সি.সি স্পেশাল এন্ট্রির বেলায় পরীক্ষা ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

শিক্ষা চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সীয়ার ঠিকানা কর্মসাথী ডট কম !

Leave a Reply

Your email address will not be published.