DMCA.com Protection Status

Join Whatsapp Group

রেলের ALP & TECHNICIAN এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি / ইতিহাসের গুরুত্বপুর্ন ২০ টি প্রশ্ন/পার্ট -২

Spread the love

রেলের ALP & TECHNICIAN এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি / ইতিহাসের খুব গুরুত্বপুর্ন প্রশ্ন ২০ টি প্রশ্ন/পার্ট -২

ALP & TECHNICIAN এর পরীক্ষার তারিখ ঘোষিত হয়ে গেছে । খুব শীঘ্রই গ্রুপ ডি পরীক্ষার দিন ও ঘোষিত হবে । আর এমতাবস্তায় আপনাদের প্রস্তুতি একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন । সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সিরিজ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে । যেখানে সিলেবাস অনুসারে বিভিন্ন বিষয়ের গুরুত্বপুর্ন প্রশ্ন নিয়ে আলোচনা চলছে। আশা করি আমাদের এই প্রয়াসে আপানারা উৎসাহী হবেন এবং কিছুটা হলেও এথেকে আপনারা উপকৃত হবেন ।  আজ এই সিরিজের দ্বিতীয় কিস্তি । ইতিহাসের খুব গুরুত্ব পুর্ন ২০ টি প্রশ্ন এবং তার উত্তরসহ দেওয়া হল-

 

রেলের ALP & TECHNICIAN এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি / ইতিহাসের গুরুত্বপুর্ন ২০ টি প্রশ্ন/পার্ট -২

Freedom fighters

দ্বিতীয় কিস্তি

 

প্রথম কিস্তি দেখার জন্য এখানে ক্লিক করুন

 

২১ . ‘বাংলার মুকুটহীন রাজা’ বলে অভিহিত হন কে?

উঃ – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২২. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারিত করেন?

উঃ – ১৯০৫, ১৬ অক্টোবর

২৩. গণপতি উৎসব ও শিবাজি উৎসব এর প্রবক্তা কে?

উঃ – বাল গঙ্গাধর তিলক

২৪ . নদিয়া চৌগাছার বিষনুচরন বিশ্বাস,  দিগম্বর বিশ্বাস কিসের প্রথম বিরোধিতা করেন?

উঃ – নীল চাষ



২৫  .  জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ খ্রিষ্টাব্দের২৮ ডিসেম্বর  কার সভাপতিত্ব এ অনুষ্ঠিত হয়?

উঃ –  উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

২৬ .     ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস  কর্তৃক গঠিত অন্তর্গত সরকারের প্রধান কে ছিলেন?

উঃ – জওহরলাল নেহেরু

২৭.   ১৯২০  সালের গঠিত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে?

উঃ – লালা লাজপত রাই

২৮ . ‘ তত্ত্ববোধিনী ‘ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ-   হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

২৯. সুরেন্দ্রনাথ কর্তৃক ‘ ভারত সভা ‘ কবে প্রতিষ্ঠা হয়?

উঃ- ১৮৭৬ সালে

৩০. স্বামি দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে রাজাকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন?

উঃ-  আর্য সমাজ

৩১.   আত্মারাম পান্ডুরঙ্গ কবে ‘ প্রার্থনা সমাজ ‘ – এর প্রতিষ্ঠা করেন?

উঃ.  ১৮৬৭ খ্রিঃ

৩২.  ‘লোকহিতবাদী ‘ কার ছদ্মনাম?

উঃ  গোপালহরি দেশমুখ

৩৩. সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা -বই গুলি কার সঙ্গে জড়িত?

উঃ  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৪.  সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?

উঃ  মঙ্গল পান্ডে

৩৫.  ১৮৫৭ সালে কোন গভর্নর জেনারেলের  সময় সিপাহী বিদ্রোহ ঘটে?

উঃ  লর্ড ক্যানিং

৩৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদ পত্র ‘ ‘সমাচার দর্পন ‘  প্রকাশিত হয়–

উঃ  ১৮১৮ খ্রিঃ

৩৭. সতিদাহ প্রথা কবে কার  সময় এ নিষিদ্ধ হয়?

উঃ ১৮২৯ খ্রিঃ,  বেন্টিঙ্ক

৩৮.  জাতিয় গ্রন্থাগারের স্থাপনকাল কোনটি?

উঃ  ১৮৩৫ খ্রিঃ

৩৯.  হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি  কবে স্থাপিত হয়?

উঃ   ১৮১৭ খ্রিঃ

৪০.  লর্ড  কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত  কবে প্রবর্তিত হয়?

উঃ ১৮৪৯ খ্রিঃ

রেলের ALP & TECHNICIAN এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি / ইতিহাসের খুব গুরুত্বপুর্ন প্রশ্ন ২০ টি প্রশ্ন/পার্ট -২

 

 

KARMASATHE ANDROID  APP টি ডাউনলোড করুন  –           

 

EXAM PREPARATION

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help

 

railway group d current affairs pdf download

rrb general awareness pdf

gk for railway group d

geography questions for railway

most important question for railway group d exam

railway group d mcq questions

railway group d gk question 2018

general science pdf for rrb