সশস্ত্র সীমা বলে ১১৫ জন লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমা বল সাব-ইন্সপেক্টর (পাইওনীয়ার)’, ‘সাব-ইন্সপেক্টর (ড্রাফটসম্যান)’, ‘সাব-ইন্সপেক্টর (কমিউনিকেশন)’ ও ‘সাব-ইন্সপেক্টর (স্টাফ নার্স/ফিমেল)’ পদে ১১৫ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
সাব-ইন্সপেক্টর (পাইওনীয়ার) : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
বয়স – বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বয় অন্তত ১৭০ ( উপজাতি হলে ১৬২.৫) সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি। উপজাতিরা বুকের ছাতিতে ৪ সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ ( উপজাতি হলে ১৫০) সেমি।
মূল মাইনে : ৩৫,৪০০–১,১২,৪০০ টাকা।
শূন্যপদ : ১৮ টি (জেনাঃ ৮, ই.ডব্লু.এস ১, ও.বি.সি ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)। সিরিয়াল নং : 01.
সাব-ইন্সপেক্টর (ড্রাফটসম্যান) : মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে ড্রাফটসম্যান ট্রেডে ২ বছরের ন্যাশনাল ট্রেডসম্যান সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোক্যাড বিষয়ে ১ বছরের সার্টিফিকেট বা ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর্কিটেক্ট কনসালট্যান্সিতে ‘বি’ ও ‘সি’ ক্যাটেগরিতে ড্রাফটসম্যানশিপের কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স – বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০–১,১২,৪০০ টাকা।
শূন্যপদ : ৩ টি (জেনাঃ)। সিরিয়াল নং : 02.
সাব-ইন্সপেক্টর (কমিউনিকেশন) : ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজির ডিগ্ৰি কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখার গ্ৰ্যাজুয়েটরা যোগ্য।
বয়স – বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০–১,১২,৪০০ টাকা।
শূন্যপদ – ৫৬ টি (জেনাঃ ৩২, ই.ডব্লু.এস ৫, ও.বি.সি ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৫)। সিরিয়াল নং : 03.
সাব-ইন্সপেক্টর (স্টাফ নার্স/ফিমেল) : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ তরুণীরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। রাজ্য বা কেন্দ্রীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। কোনো হাসপাতালে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে : ৩৫,৪০০ টাকা।
শূন্যপদ – ৩৯ টি (জেনাঃ ১৭, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ১০, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২)। সিরিয়াল নং : 04.
ওপরের সব পদের বেলায় তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, সরকারি কর্মীরা ৫ বছর, বিভাগীয় প্রার্থীরা ৩৫ বছর বয়স পর্যন্ত আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, ট্যারা দৃষ্টি, চোখে চশমা বা বর্ণান্ধতা কিংবা শরীরের কোনো ত্রুটি থাকলে আবেদনের যোগ্য নন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ট্রেড টেস্ট।
দরখাস্ত করবেন অনলাইনে। এই ওয়েবসাইটে : www.ssbrectt.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (৪-১২ কেবির মধ্যে) আর সিগনেচার (৪-১২ কেবির মধ্যে) স্ক্যান করে নেবেন। এবার ওপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ২০০ (মহিলা, তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না) টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ সহ আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- TMC Vacancy 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগSpread the loveTMC Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now আমাদের Telegram গ্রুপ …
- Assistant Teacher Recruitment 2024 : প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক নিয়োগSpread the loveAssistant Teacher Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Health Department Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগSpread the loveHealth Department Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- AIIMS Bhubaneswar Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে এইএমসে কর্মী নিয়োগSpread the loveAIIMS Bhubaneswar Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Soft Toy Manufacturing Business : বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, মাসিক আয় হবে ৫০ হাজার টাকাSpread the loveSoft Toy Manufacturing Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …