DMCA.com Protection Status

Join Whatsapp Group

কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে মুখ খুললেন এম.এইচ.আর.ডি মন্ত্রী রমেশ পোখরিয়াল

Spread the love

সূচীপত্র

কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে মুখ খুললেন এম.এইচ.আর.ডি মন্ত্রী রমেশ পোখরিয়াল

কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা হবে কি হবে না ! এই বিষয়ে জট কাটতেই চাইছে না । আজ এম.এইচ.আর.ডি মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ইউজিসির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন । তিনি বললেন যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে ছাত্র ছাত্রীদের উপর করোনা ষ্ট্যাম্প লেগে যাবে ।

এবিষয়ে উল্লেখ ইউ মার্চ এপ্রিল নাগাদ রায় দেয় প্রত্যেক রাজ্য তাদের পরিস্থিতি অনুসারে কলেজ বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে । সেই মত পশ্চিমবঙ্গে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য এবং সিখকা সচিব দের নিয়ে শিক্ষামন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেন । এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে করোনা পরিস্থিতি যেহেতু ভয়ঙ্কর হয়ে উঠছে তাই কোনভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় ।

কিন্তু এর পর হঠাৎ করেই জুলাই মাসে ইউজিসি সংশোধিত গাইডলাইন প্রকাশ করে বলা হয় প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে । এরপরেই শুরু হয় বিতর্ক পশ্চিমবঙ্গ জানিয়ে দেয় মূল্যায়ন প্রক্রিয়া প্রায় শেষের পথে তাই পরীক্ষা নেওয়া কোনভাবেই সম্ভব নয় । উত্তরে ইউজিসি জানিয়ে দেয় পরীক্ষা না নেওয়া হলে নেওয়া হবে ব্যবস্থা ।

এর উত্তরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ইউজিসির এই সিদ্ধান্ত বাতিলের অনুরোধ রাখেন । এরপর গত শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেয় তিনি শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়েছেন ইউজিসির পূর্বেকার সিদ্ধান্তকে কার্যকরী করার । অর্থাৎ রাজ্য যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা নেওয়া ব্যাপারে সেটাকেই কার্যকরী করার । মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর অনেক ছাত্র ছাত্রী আশ্বস্থ হয়েছিল হয়তো পরীক্ষা দিতে হবে ।

কিন্তু আজ শনিবার সন্ধ্যায় এম.এইচ.আর.ডি মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ইউজিসির এই সিদ্ধান্তের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন । তিনি হিন্দুস্থান টাইমস কে একটি সাক্ষাতকারে জানিয়েছেন ইউজিসির চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় নি । এর জন্য একটি দেশের সেরা শিক্ষাবিদদের নিয়ে কমিটি তৈরি করা হয় । এবং এই কমিটি সবকিছু খতিয়ে দেখার পর চূড়ান্ত বর্ষের পরীক্ষার বাধ্যতামুলক করার পক্ষে মত দিয়েছে ।

তিনি আরও জানিয়েছেন অন্যান্য সেমিস্টারগুলিতে আভ্যন্তরীণ মুল্যায়নের ক্ষেত্রে ফল প্রকাশ কোর্টে কোন অসুবিধা নেই । কিন্তু চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে । নাহলে সারা জীবনের জন্য ছাত্রছাত্রীদের উপর করোনা ষ্ট্যাম্প লেগে যাবে । আজ ছাত্ররা বুঝতে পারছে না , কিন্তু এটা তাদের ভবিষ্যতের কথা ভেবেই করা হচ্ছে ।

রমেশ পোখরিয়াল আরও জানিয়েছেন যদি পরীক্ষা না নেওয়া হয় সেক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা যখন কাজের খোঁজে কোন কোম্পানিতে যাবে তখন তাদের আলাদাভাবে দেখা হবে । বলা হবে এরা তো করোনা কালে পাশ করা ছাত্র ছাত্রী । এটা কি কোন ছাত্র ছাত্রী চাইবে তাদের সাথে এমন হোক !

তিনি সরাসরি না বললেও যে কয়েকটি রাজ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদের সতর্ক করে দিলেন । তিনি বলেছেন ৯০ % কলেজ ও বিশ্ব বিদ্যালয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে । এবং যারা ইউ জি সিএর এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তারা যেন মনে রাখে রাজ্য পেরিয়ে তাঁকে দেশের বিভিন্ন জায়গায় আসতে হবে সেখানে ইউ জি সি সকলকে একাত্ব করে । তাই ইউ জি সির এই সিদ্ধান্তকে সকলকে সম্মান দিতে হবে এবং মেনে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ।

এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত ? আপনার মতামত জানাতে নীচে কমেন্ট করুন ।

MHRD মন্ত্রীর রমেশ পোখরিয়াল সাক্ষাতকার ভিডিওটি দেখুন

সাম্প্রতিক পোস্টসমূহ

4 comments

Skip to comment form

    • Rajesh samnata on July 18, 2020 at 9:16 pm

    Exam of final year should be cancelled.

    • Masud khan on July 18, 2020 at 10:26 pm

    Kivabe somvob exam?? , exam dite giye amra ki corona affected hoi etai chai6en naki apnara, Orokom koto exam diye koto dami dami certificate file e go6ano a6e kono kaje lag6ena , r eta ekdom ki kaje lagbe se bhujtey par6i.

    • manoranjan barman on July 18, 2020 at 10:45 pm

    it is wrong decession .

    • Riya on July 19, 2020 at 8:49 am

    No we don’t want exam

Comments have been disabled.